বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গের তীব্র দহন থেকে আপাতত মুক্তি নেই। তবে রবিবারে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। সেদিন ছয় জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। তবে তার আগে এদিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে ওই জেলাগুলি অর্থাৎ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে আপাতত তাপপ্রবাহের কোনও পূর্বাভাস নেই।
শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির পরিমাণ বাড়লেও, নিচের তিন জেলার আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সোমবারেও একই পরিস্থিতি বজায় থাকবে।
বুধবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। এই কদিন তাপপ্রবাহ চলবে। তবে বুধবার ও বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে।
রবিবার নাগাদ ছয় জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আর সোমবার নাগাদ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আকাশ অংশত মেঘলা থাকতে পারে। তাপপ্রবাহের সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪২ ও ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ, সর্বনিম্ন ২১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার কোনও পরিবর্তন না হলেও, তারপরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী তিন থেকে চার দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।