গরমে বেঙ্গল সাফারীতে ভীড় উপচে পড়ছে। সবচাইতে বেশী ভীড় বেড়েছে বহিরাগতদের। গত এক সপ্তাহে রেকর্ড ভীড় বেড়েছে বেঙ্গল সাফারিতে। বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশের এলাকা থেকে প্রচুর মানুষ আসছেন পাহাড়ে আর ফেরার পথে ঘুরে যাচ্ছেন বেঙ্গল সাফারীতে।

জানা গেছে ভীড় বেড়েছে গত মাস থেকেই। বেশী ভীড় জমছে বাঘ এবং অন্যান্য পাখি দেখতেই। গত সেপ্টেম্বর থেকে এই মাস পর্যন্ত বেঙ্গল সাফারী কতৃপক্ষ ব্যাবসা করেছে তিন কোটি টাকার বেশী।যা এক কথায় রেকর্ড।এত মানুষ আসছেন দেখে আমরাও চিন্তা করছি আরো নতুন কিছু আনার। যেটা পর্যটক দের আকর্ষন করবে। বেঙ্গল সাফারিতে এবারে আরো নতুন পশুপাখি আনবার চিন্তা করছি আমরা। যেটা পর্যটক দের মধ্যে আকর্ষিত হবে বেশী করে।বেঙ্গল সাফারি সারা বাংলার মানুষের কাছে আকর্ষনীয় হয়ে যাতে থাকতে পারে আপাতত সেই চেষ্টাই করে চলেছি আমরা। সবুজে ঘেরা বেঙ্গল সাফারিতে মজে আছেন দেশী এবং বিদেশী সবাই। উত্তরবঙ্গ জুড়েই এক নতুন পর্যটনের দিগন্ত ঘুরে গেছে বেঙ্গল সাফারির সৌজন্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *