বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রচণ্ড গরমে হাসফাস করছেন সাধারন মানুষ। কোপ পড়েছে বাজারেও। মাছের বাজারে ভীড় নেই একেবারেই। শিলিগুড়ির সব বাজারেই শুনশান হয়ে গেছে। একেবারেই বিক্রি নেই।
বড় মাছ তো দুরের কথা ছোট মাছও কিনতে আসছেন না সাধারন মানুষ। মাংশ তো দুরের কথা। হায়দারপাড়ার এক মাছের বিক্রেতা জানালেন গত কয়েকদিনে একেবারেই বিক্রি হচ্ছে না মাছ। আগ্রহী নন ক্রেতারা। গরমে নিরামিষ খাবারই পছন্দের তালিকায় আছে তাদের। একেবারেই বাচ্চাদের মাংশ পছন্দ হলেও বাবা মায়েদের আপত্তিতে নিরামিষ খেতে হচ্ছে তাদের। বিক্রি নেই ডিমেরও রোজকার বিক্রির চাইতে কমে গেছে ডিমের বিক্রি। গরমে বিক্রি নেই বাইরের খাবারেরও। সন্ধ্যায় দেখাই যাচ্ছে না খাদ্যরসিকদের।