বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সন্দেশখালিতেই প্রচারে বাধা পেলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। যিনি সন্দেশখালির মহিলাদের উপর নির্যাতনের কথা অকপটে প্রকাশ্যে এনেছিলেন। এবার তাঁকে ঘিরেই বিক্ষোভ দেখালেন মহিলারা। সন্দেশখালির

 

খড়িডাঙা গ্রামে রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ। গো-ব্যাক স্লোগান দেওয়া হয়।

এই নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। শেষে বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন রেখা পাত্র। এর আগে বিজেপি প্রার্থী হওয়ার পরেও সন্দেশখালিতে অসন্তোষ তৈরি হয়েছিল। রেখা পাত্র তাঁদের কথা সংসদে পৌঁছে দিতে পারবেন না বলে অভিযোগ করেছিলেন অনেক মহিলাই। এমনকী সন্দেশখালিতে তাঁর বিরোধিতায় পোস্টারও পড়েছিল।

বিজেপি প্রার্থী হওয়ার পর সন্দেশখালিতে তাঁর বিরুদ্ধে যাঁরা কথা বলেছিলেন তাঁদের তৃণমূল বলে আক্রমণ শানিয়েছিল বিেজপি। তাঁরা অভিযোগ করেছিলেন সন্দেশখালিত তৃণমূল কংগ্রেস জমি হারাচ্ছে আঁচ করেই রেখা পাত্রর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। পরিকল্পনা করে রেখা পাত্রর বিরুদ্ধে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেছিল বিজেপি নেতারা।

তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি রেখা পাত্রকে ফোন করেছিলেন। এবং সন্দেশখালির মানুষের হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন তিনি। তারপরে কিছুটা হলেও সন্দেশখালির পরিস্থিতি কিছুটা বদলে যায়। রেখা পাত্রের বিরুদ্ধে যে ক্ষোভ সন্দেশখালিতে তৈরি হয়েছিল সেটা অনেকটাই মিটে যায়। কিন্তু তৃণমূল কংগ্রেসও হার মানতে নারাজ। রেখার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মরিয়া হয়ে উঠেছিলেন তাঁরা। একাধিক জায়গায় তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে।

এদিকে কেন্দ্রের পক্ষ থেকে রেখা পাত্রকে বিশেষ নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রেখা পাত্রকে ওয়াই প্লাস ক্যাটাগোরির নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে রেখা পাত্রর। এই ভোটের আবহেই আবার সন্দেশখালিতে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার হয়েছে। শাহজাহান শেখ জেলে থাকলেও এই বিপুল পরিমান অস্ত্র কোথা থেকে এলো তা নিয়ে উদ্বেগে রয়েছেন বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *