বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:নির্বাচনে প্রার্থী হিসাবে নয়, প্রচারেই নিজেকে ব্যস্ত রাখতে চান প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi Vadra)। এমনটাই সূত্রের খবর। কংগ্রেসের গড় আমেঠি (Amethi) এবং রায়বেরলিতে (Raebareli) প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস।
দুই কেন্দ্রেই গান্ধী পরিবার থেকে প্রার্থী হোক। এমনটাই চাইছেন কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটির সদস্যদের একাংশ।
সেই মতো রাহুল গান্ধী (Rahul gandhi) আমেঠিতে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে রায়বরেলি থেকে প্রার্থীর জল্পনা রয়েছে। যদিও সংবাদমাধ্যম সূত্রে দাবি, এবার লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi Vadra) প্রার্থী হতে চান না। দলের প্রচারেই বিশেষ নজর দিতে চান বলে কংগ্রেস সূত্রে খবর। এই অবস্থায় রায়বেরলিতে (Raebareli) থেকে কংগ্রেসের প্রার্থী কে হবে তা নিয়ে জল্পনা থেকেই গেল।
যদিও দল চাইলে আমেঠি থেকে প্রার্থী হতে কোনও সমস্যা নেই বলে আগেই জানান রাহুল গান্ধী (Rahul Gandhi)। যদিও গত লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রেই হারতে হয় তাঁকে। এবার ওয়ানাড় আসন থেকে রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করেন। দ্বিতীয় দফায় ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। এখন দেশের অন্যান্য কেন্দ্রগুলিতে প্রচারে মন দিয়েছেন সোনিয়া পুত্র।
বলে রাখা প্রয়োজন, রায়বরেলি থেকে একাধিকবার জিতে এসেছেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। সেখানকার মানুষ কখনও তাঁকে খালি হাতে ফেরায়নি। এবার রাজ্যসভায় মনোনীত হয়েছেন কংগ্রেসের সভানেত্রী। ফলে সেখানকে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে একাধিক জল্পনা। কংগ্রেসের একাংশ মায়ের আসনে মেয়েকে চাইছেন প্রার্থী হিসাবে।
যদিও আমেঠি (Amethi) এবং রায়বেরলি (Raebareli) আসনের প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার ন্যস্ত হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর উপর। খুব শীঘ্রই কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠক হবে। সেখানেই দুই আসনে প্রার্থী কাকে করা হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
বলে রাখা প্রয়োজন, ভোট প্রক্রিয়া (Lok Sabha Election 2024) শুরু হয়ে গিয়েছে। দু’দফায় নির্বাচনও হয়ে গিয়েছে। এখনই পাঁচ দফায় নির্বচন বাকি রয়েছে। ক্রমশ বাড়ছে শাসক-বিরোধী তরজা। তোপ-পালটা তোপ চলছে। এর মধ্যে বায়বেরেলি এবং আমেঠিতে কংগ্রেস এখনও প্রার্থী দিতে না পারায় তা নিয়েও কংগেসকে আক্রমণ শানিয়েছে বিজেপি। এমনকি এই বিষয়ে তোপ দেগেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PmModi)।