বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আগামী ৩ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা করার কথা ছিল বর্ধমানে। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে তিনি সেখানে সভা করতেন।

কিন্তু প্রশাসন অনুমতি দিল না। বর্ধমান উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারিু মাঠ রাজনৈতিক সভার অনুমতি দেওয়া যাবে না।

বর্ধমানের গোদা বালির সরকারি মাঠে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর। এই নিয়ে ভীষণভাবে ক্ষুব্ধ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন মাঠ তৈরি থাকার পরেও রাজনৈতিক কারণে প্রধানমন্ত্রীর সভারপ অনুমতি দেওয়া হচ্ছে না। পুরোটাই রাজনৈতিক পরিকল্পনা বলে অভিযোগ করেছেন তিনি।

আগামী ৩ মে রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী মোদী। কৃষ্ণনগরে সভা করবেন তিনি। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা সিনহার হয়ে প্রচার সভা করবেন মোদী। সেদিনই বর্ধমানে দিলীপ ঘোষের সমর্থনে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর। সব ঠিক হয়ে গেলেও শেষ মুহূর্তে স্থানীয় প্রশাসন সভার অনুমতি দেয়নি বলে অভিযোগ।

বর্ধমান উন্নয়ন পর্ষদ জানিয়েছে, যে মাঠে প্রধানমন্ত্রী মোদীর সভা করার অনুমতি চাওয়া হয়েছে সেটি সরকারি মাঠ। রাজনৈতিক সভার জন্য সেই সভা নষ্ট করা যাবে না। সেকারণে প্রধানমন্ত্রী মোদীর জনসভার অনুমতি দিল না প্রশাসন। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
এইবছরই প্রথম বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী হয়েছে দিলীপ ঘোষ। আগে মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী ছিলেন তিনি। প্রথমে দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী হতে রাজি ছিলেন না দিলীপ। কারণ মেদিনী পুরে পর পর তিনবার বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন তিনি। নিজের গড় ছেড়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে তাঁর প্রার্থী হওয়া ঠিক হবে না বলেই মনে করছিলেন বিজেপি নেতা। দীর্ঘ আলোচনার পরে অবশেেষ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী হতে রাজি হন দিলীপ ঘোষ।

এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে। এই কেন্দ্রে কীর্তি আজাদের প্রতিপক্ষ দিলীপ ঘোষ। যদিও তৃণমূল প্রার্থীকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ দিলীপ। প্রতিপক্ষ বহিরাগত এবং তাঁর যোগ্য নয় বলেই মন্তব্য করেছিলেন দিলীপ। প্রচারের প্রথম দিন থেকেই বিতর্কে ঝড় তুলেছিলেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এই নিয়ে দিলীপের বিরুদ্ধে কমিশনে নালিশও জানিয়েছেন তৃণমূল কংগ্রেস। কমিশনের পক্ষ থেকে দিলীপকে সতর্কও করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *