বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মানিকতলায় সাধন পাণ্ডের বিরুদ্ধে দায়ের করা ইলেকশন পিটিশন তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন বিজেপির কল্যাণ চৌবে। প্রায় দু’বছর ধরে এই সংক্রান্ত মামলা ছিল। কিন্তু সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানিতে অংশ নেন কল্যাণ।

এখন আদালতে তার সাক্ষ্য গ্রহণ পর্ব চলছে। কিন্তু এদিন শুনানির শুরুতেই কল্যাণ চৌব্যে (Kalyan Chaubey) তাঁর আইনজীবী মারফৎ মামলা তুলে নেওয়ার আবেদন জানান।

আদালতে আইনজীবী বলেন, মক্কেল ব্যক্তিগত কারণে মামলা তুলে নিতে চান। যদিও এই বিষয়ে এদিন কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) কোনও নির্দেশ দেয়নি। আগামী ৯ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে শীর্ষ আদালত। ওইদিনই আদালত পুরো বিষয়টি বিবেচনা করবে এবং প্রত্যাহারের বিষয়ে অনুমতি দেবে বলে এদিন পর্যবেক্ষণে জানিয়েছে। ফলে আগামী ৯ মে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।

বলে রাখা প্রয়োজন, গত ২০২১ সালে মানিকতলা বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে (Kalyan Chaubey) হারেন তৃণমুলের সাধন পাণ্ডের কাছে। এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন । ভোটের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে মামলা করেন কল্যাণ চৌবে। যদিও মামলার শুনানি চলাকালীন তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যু হয়। কিন্তু মামলা এখনও বিচারাধীন। আর তা থাকায় কয়েক মাস কেটে গেলেও এখনও মানিকতলা বিধানসভায় উপ নির্বাচন করা সম্ভব হয়নি।

যা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মানিকতলা বিধানসভা এলাকার তিন নাগরিক। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি পিএস নরসিংহের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে কল্যাণ চৌবের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আবেদনকারী আইনজীবীরা। সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত মামলার শুনানি দ্রুত করার নির্দেশ দিলেও কল্যাণ চৌবের (Kalyan Chaubey) জন্য তা সম্ভব হচ্ছে না। এমনকি বারবার শুনানি এড়িয়ে যাচ্ছেন বলেও কার্যত আদালতে অভিযোগ জানান আইনজীবীরা।

যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডিভিশন বেঞ্চ। এমনকি কেন ফেডারেশন সভাপতি বা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব ও কোষাধ্যক্ষর পদ থেকে কল্যাণ চৌবেকে (Kalyan Chaubey) সরানো হবে না তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ। এরপরেই কলকাতা হাইকোর্টে মামলা প্রত্যাহারের ইচ্ছাপ্রকাশ। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে কুণাল ঘোষ ফেসবুকে লেখেন, ” অকারণে প্রচুর সময় নষ্টের পর আদালতে পরাজয় নিশ্চিত জেনে মানিকতলা বিধানসভা কেন্দ্র নিয়ে মামলা তুলে নিলেন বিজেপির কল্যাণ চৌবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *