বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তাপপ্রবাহে পুড়ছে গোটা রাজ্য। বাংলার অধিকাংশ জায়গার তাপমাত্রাই ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কাছে কলাইকুণ্ডার তাপমাত্রা এখন দেশে শীর্ষে।

৪৫ ডিগ্রি প্রায় পার করতে চলেছে কলাইকুণ্ডার তাপমাত্রা। আগামী কয়েকদিন আরও ১-২ ডিগ্রি চড়বে পারদ।

পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় তাপপ্রবাহের কারণে তাপমাত্রা ৪৪ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। আপাতত এই তাপ প্রবাহের পরিস্থিতি থেকে মুক্তির আশা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ তাপমাত্রা বাড়বে বই কমবে না। গত কয়েকদিনে পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডার তাপমাত্রা দেশের মধ্যে সর্বাধিক বলে জানিয়েছে হাওয়া অফিস।

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কাছেই কলাইকুণ্ডা। গত কয়েকদিনে সেখানকার তাপমত্রা ৪৫.৮ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। আগামীকাল থেকে আরও পারদ চড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ তাপমাত্রা ৪৬ ডিগ্রি সলসিয়াসে পৌঁছে যেতে আর বেশি সময় নেই। হু হু করে চড়ছে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিনে আরও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

১ মে পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। মে মাসেও তাপপ্রবাহ থেকে রেহাই মিলবে না বলেই আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির কোনও আশা নেই। উত্তরবঙ্গ পেরিয়ে এবার দক্ষিণবঙ্গেও থাবা বসিয়েছে তাপপ্রবাহ। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। মালদহ এবং উত্তর দিনাজপুরে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে দক্ষিণদিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং-কালিম্পংয়ে অবশ্য হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দুঃসহ পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত গরম থেকে রেহাই মিলছে।

রাজস্থানের থেকে বেশি গরম এখন রাজ্যে। এপ্রিল মাস জুড়ে কলকাতা শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থেকেছে। এতোদিন রাজস্থানে থাকত উষ্ণতম স্থান। রাজস্থানের গরমের চর্চা হতো গোটা দেশে। এবার কলকাতা টেক্কা দিচ্ছে রাজস্থানকে। জয়সলমেঢ়, বিকানেঢ়ের তাপমাত্রা বাংলায়। টানা এপ্রিল মাস জুড়ে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রিতে রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *