বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ফের হুঁশিয়ারির সুর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মুখে। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন হামলা হলে হামলা হবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস হামলা চালালে পাল্টা হামলা চালাবে বিজেপিও। এক ইঞ্চি জমি বিজেপি ছাড়বে না।

 

গতকাল দুর্গাপুরে বিজেপি পার্টি অফিসে হামলার ঘটনা ঘটেছে। পাল্টা তৃনমূল কংগ্রেসের পার্টি অফিসও ভাঙচুর করেছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে দুর্গাপুরে। সকালে প্রচারে বেরিয়ে শাসক দলকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ।

তিনি সরাসরি হুমকি দিয়ে বলেছেন লাঠি দেখালে লাঠি দেখাবষ ভোটের আগে একেবারে তপ্ত হয়ে উঠেছে দুর্গাপুর। তৃণমূল কংগ্রেস প্রার্থীকে এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না বলে নিশানা করেছেন দীলিপ ঘোষ। প্রসঙ্গত উল্লেখ্য শাসক দলকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন লাঠির বদলে লাঠি হবে। হামলা হলে হামলা হবে। ১৩ তারিখের পরে সব হিসেব হবে।

এর আগেও প্রচারে বেরিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এই প্রথম তাঁতে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। এর আগে মেিদনীপুর কেন্দ্রের পর পর তিনবারের জয়ী বিজেপি সাংসদ ছিলেন তিনি। প্রথমে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী হতে রাজি ছিলেন না তিনি। পরে দীর্ঘ আলোচনার পরে তিনি রাজি হন বলে জানা গিয়েছে। দিলীপ ঘোষকে প্রার্থী করা নিয়ে বিজেপির অন্দরেই টানাপোড়েন তৈরি হয়েছিল।

বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে এবার শাসক দল প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে। কীর্তি আজাদকে বহিরাগত দাবি করে দিলীপ ঘোষ প্রথম থেকেই নিশানা করেছেন। যদিও রাজনীতিতে প্রথম নন কীর্তি আজাদ। সেকারণে দিলীপের এই আক্রমণকে তিনি গায়ে মাখতে নারাজ। দিলীর ঘোষ অবশ্য কটাক্ষ করে বলেছিলেন অনেক আগেই রান আউট হয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। এখন আর তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

প্রচারের প্রথম দিনেই মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তারপরে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশও করেছিল তৃণমূল কংগ্রেস। কমিশন এই নিয়ে তাঁকে সতর্কও করেছিলেন। পাল্টা কমিশনকে মেসো বলে রসিকতা করতেও শোনা গিয়েছিল দিলীপ ঘোষকে। প্রসঙ্গত উল্লেখ্য এবার মারের পাল্টা মার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন লাঠি দেখালে লাঠি দেখানো হবে। কোখ দেখালে চোখ দেখাতে ছাড়বে না বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *