বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা ভোট দক্ষিণবঙ্গে এগিয়ে আসতেই কলকাতায় শুরু হয়ে গিয়েছে অশান্তি। কসবায় গতকাল রাত থেকে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির মণ্ডল সভাপতি মহিলা নেত্রীকে মারধরের অভিযোগ। তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় বলে অভিযোগ। বিজেপি মহিলা নেত্রীর মাথা ফেটে গিয়েছে।

রবিবার খবর পেয়েই সেখানে ছুটে যান বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। তিনি অভিযোগ করেছেন তৃণমূলের গুণ্ডাবাহিনী বিজেপি কর্মীদের উপর হামলা চালাচ্ছে। আক্রান্ত নেত্রীর বাড়ি গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। প্রতিবাদে কসবা থানায় গিয়ে বিক্ষোভ দেখান তিনি।

গতকাল ফেস্টুন এবং পোস্টার দেওয়া নিয়ে শুরু হয় বিক্ষোভ অভিযান। বিজেপির স্থানীয় কর্মীরা ভোটের জন্য ফেস্টুন টাঙাচ্ছিলেন সেসময় তাঁদের উপর তৃণমূল কংগ্রেসকর্মীরা চড়াও হয় বলে অভিযোগ। তাঁদের বাধা দিতে গেলে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি নেত্রীর উপরে চড়াও হয়। এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়।

এর নেপথ্যে সুশান্ত ঘোষের দলবলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন দেবশ্রী চৌধুরী। আনন্দপুর থানার সামনে আহতদের নিয়ে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। তিনি সুশান্ত ঘোষ এবং তাঁর দলবলের গ্রেফতারির দাবি জানিেয়ছেন। যতক্ষণ না তাঁদের থানায় নিয়ে আসা হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।

বিনা প্ররোচনায় তৃণমূল কংগ্রেস হামলা চালিয়েছে বলে অভিযোগ। যদিও তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষ পাল্টা দাবি করেছেন মিথ্যে অভিযোগ করেছেন তাঁরা। আক্রান্ত বিজেপি নেত্রী স্পষ্ট দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের দুই সহযোগী তাঁর উপর হামলা চালিয়েছি। তিনি বিজেপি কর্নীেদর মারধরে বাধা দিচ্ছিলেন সেসময় তাঁর মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। পোস্টার-ব্যানার লাগানো নিয়ে তাঁরা অশান্তি করছিল বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *