বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পুড়ছে দক্ষিণবঙ্গ! গত ৫০ বছরে এমন উষ্ণতা দেখা যায় নি। লাল কমলা নীল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এর মধ্যেই প্রবল ঝড়ের পূর্বাভাস।

এমন ভয়ানক পরিস্থিতি গত ৫০ বছরের মধ্যে দেখা যায় নি। এপ্রিলেই ৪০/৪২ ডিগ্রি ছাড়িয়েছে বহু জায়গায়। কোথাও কোথাও ৪৫ ছুঁতে চলেছে। দিনদিন বেড়েই চলেছে গরম, ওদিকে বৃষ্টির দেখা নেই বহুদিন। এপ্রিল শেষের পথে। উত্তরে বৃষ্টি হলেও গোটা মাসই কার্যত বৃষ্টিহীন রইল দক্ষিণবঙ্গ। আর এরই মাঝে গোটা দক্ষিণবঙ্গে জারি হল তাপপ্রবাহের কমলা সতর্কতা। কোথাও কোথাও লাল সতর্কতাও দেওয়া হয়েছে। আজ শনিবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? রইল আপডেট (Weather Update)। দক্ষিণবঙ্গ পুড়লেও উত্তরের অবস্থা কিন্তু খুব খারাপ না। কিছুটা বৃষ্টি চলেচ্ছে উত্তরবঙ্গে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজও উত্তরবঙ্গের দার্জিলঙে, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার দার্জিলিং এ বৃষ্টি জারি থাকবে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। বিশেষ কেটে উত্তরবঙ্গের উঁচু পার্বত্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি। নতুন সপ্তাহেও ভিজবে উত্তরবঙ্গ। সোমবার ও মঙ্গলবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। বুধবারও একই রকম থাকতে পারে পরিস্থিতি। মোটের উপর উত্তরবঙ্গ ভালোই থাকবে।

আবহাওয়া অফিস জানাচ্ছে, উত্তরে সমতল অঞ্চলে তাপমাত্রা বাড়বে। সোমবার ও মঙ্গলবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। বুধবারও একই রকম থাকতে পারে পরিস্থিতি। তবে আপাতত উত্তরের আই তিন জায়গা ছাড়া আর কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২-৩ দিনে উত্তরবঙ্গে বেশ কিছুটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে উত্তর দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের লাল সতর্কতা এবং দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা জারি রয়েছে। উত্তরে বৃষ্টি চললেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে। শনিবার ও রবিবার বেশ ভয়াবহ অবস্থা তৈরী হতে পারে। বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ঘর থেকে বের হয়ে নিষেধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *