বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শুক্রবার যখন উত্তরবঙ্গের তিন জেলায় ভোট যুদ্ধ চলেছে তখন সন্দেশখেলিতে NSGর বিরাট বাহিনী। সারাদিন ধরে তারা উদ্ধার করে প্রচুর অস্ত্র।

সরবেড়িয়া গ্রাম থেকে যে অস্ত্রসম্ভার উদ্ধার হয়েছে, তার ছবি প্রকাশ করল সিবিআই। শাহজাহানের গ্রামে উদ্ধার হওয়া অস্ত্রভাণ্ডারে পুলিশের রিভলবার উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। প্রশ্ন উঠছে কীভাবে পুলিশের সার্ভিস রিভলভার সরবেড়িয়ার ওই বাড়ি থেকে উদ্ধার হল? শুক্রবার উদ্ধার হয়েছে ৭টি স্মল আর্মস। ৭টির মধ্যে ৪টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বাকি দেশি পিস্তল। ২২৮ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সমস্ত বোমা দেশি। একইসঙ্গে বেশ কয়েকটি পরিচয়পত্র, সোনার গয়নার ব্যাগ, বিল উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সেই পরিচয় পত্র দেখে NSG তদন্ত শুরু করেছে।

সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহজাহানের এক ঘনিষ্ঠের আত্মীয়র বাড়িতে মিলেছে অস্ত্রের খোঁজ। মাটির নিচে বিপুল অস্ত্র লুকিয়ে রাখার খোঁজ মেলে। এরপর ঘটনাস্থলে পৌঁছয় এনএসজি কমান্ডো টিম। নামানো হয় রোবট, ডিটেকশন ডগ। নিয়ে যাওয়া বালিবোঝাই বস্তা। অত্যাধুনিক এই রোবটিক্স ডিভাইস সরবেড়িয়ার গ্রামের পথ ধরে পৌঁছয় ঘটনাস্থলে। এরপর ওই বাড়ি থেকে একটি ব্যাগে নিয়ে বেরিয়ে আসে সেটি। কিন্তু প্রশ্ন উঠে গেছে পুলিশের পিস্তল ওদের হাতে গেলো কি করে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *