বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় দফার ভোট । শুক্রবার, ১৩টি রাজ্যে মোট ৮৮ আসনে ভোটগ্রহণ হচ্ছে । এই দফায় মোট ১২০৬ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে।

তাঁদের মধ্যে রাহুল গান্ধী, লোকসভার স্পিকার ওম বিড়লা, হেমা মালিনী, শশী থারু-সহ এক ঝাঁক হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন । শুধু তারকা প্রার্থীরাই নন একইসঙ্গে ভোটের দিনে নজর থাকে তারকা ভোটারদের দিকেও।

গত ১৯ এপ্রিল প্রথম দফার ভোটে ক্যামেরার ফোকাসে ছিলেন দক্ষিণী সুপারস্টাররা। চেন্নাইতে ভোট দিয়েছিলেন রজনীকান্ত থেকে বিজয় সেতুপতিরা। আর শুক্রবারের ভোটে নজর কাড়লেন ২২ গজের তারকারা। কর্ণাটকের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ১৪টি আসনে ভোট হচ্ছে। সকাল সকাল ভোট দিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।

বেঙ্গালুরুতেই ভোট দিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়। কোনও রকম তারকা সুলভ আধিক্য দেখা গেল না দ্রাবিড়ের মধ্যে। মাঠের মতোই ভোটের লাইনেও দ্য ওয়াল যেন মিস্টার পারফেক্টসনিস্ । শুক্রবার সকাল সকাল বেঙ্গালুরুর ডলার কলোনির বুথে ক্যাজুয়াল লুকে দেখা গেল এই ক্রিকেট আইকনকে। সাধারণ জনতার সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ভোট দিয়ে বেরিয়ে তিনি জানান, সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ চলছে । সেইসঙ্গে প্রত্যেককে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ।

ভোটদানের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন ভারতীয় দলের কোচ দ্রাবিড়। দ্য ওয়াল বলেন,’আমি এবার বেঙ্গালুরুতে আরও বেশি ভোটারের প্রত্যাশা করছি । প্রথমবারের মতো অনেকেই ভোট দিচ্ছে । আশা করব প্রত্যেকেই ভোটাধিকার প্রয়োগ করবেন।’ রাজ্যের নির্বাচনী আইকন হিসেবে উঠে এসেছিল দ্রাবিড়ের নাম। যদিও শেষ পর্যন্ততা হয়নি। তবে ভোট দানে সবাইকে উৎসাহিত করলেন দ্রাবিড়।

শুধু দ্রাবিড় নন বেঙ্গালুরুতে ভোট দিলেন দ্রাবিড়ের সতীর্থ অনিল কুম্বলেও। ভারতীয় দলের প্রাক্তন কোচ ও অধিনায়ক তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিতে আসেন। ভোট দিয়ে ছবিও তোলেন কুম্বলে। দ্রাবিড় এবং কুম্বলেই ছিলেন বেঙ্গালুরুর ভোটে অন্যতম আকর্ষণ।

কর্ণাটকের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ১৪টি আসনে ভোট হচ্ছে, বাকি ১৪টি আসনে ভোট হবে ৭ মে। ভোট গণনা ৪ জুন অনুষ্ঠিত হবে। বেঙ্গালুরু গ্রামীণ, বেঙ্গালুরু উত্তর, বেঙ্গালুরু সেন্ট্রাল, বেঙ্গালুরু দক্ষিণ, মাণ্ড্য এবং মহীশূর আসনে আজ ভোট হচ্ছে। এদিনের ভোটে বিজেপি নেতা তেজস্বী সূর্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী এবং কংগ্রেসের দাপুটে নেতা ডিকে সুরেশের ভাগ্যও নির্ধারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *