বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভোট শেষ হওয়ার আগেই অর্থাৎ ভোটের মধ্যেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। ২ মে প্রকাশিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
তার ঠিক পরের সপ্তাহেই ৮ মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এমনই জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
আগামীকাল রাজ্য সহ গোটা দেশে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তারমধ্যেই চাকরি বাতিলের রায় ঘোষণা হাইকোর্টে। এই টানাপোড়েন যখন চলছে ঠিক তখনই রাজ্যের দুটি বড় বোর্ড পরীক্ষার দিন ঘোষণা করে দেওয়া হল। দ্বিতীয় দফার ভোটের পরেই প্রকাশিত হবে দুটি বোর্ড পরীক্ষার ফলাফল।
পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তবে অনলাইনে নম্বর দেখা গেলেও মার্কশিট হাতে পেতে সময় লাগবে বলে আগেই জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ভোটের কারণে মার্কশিট হাতে পেরে দিন ১৫ সময় লাগবে। অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হওয়ার ১৫ দিন পরেই মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থীরা।
কারণ তারপরেই আবার ভোট রয়েছে। একাধিক স্কুলে বুথ তৈরি হয়েছে্। সেকারণে স্কুল খোলা যাবে না। তৃতীয় দফার ভোটের পরেই মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থীরা। এবছর প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে। ছাত্রীদের সংখ্যা বেশি। ১৪ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনাতেও অত্যধিক কড়াকড়ি করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
সিসিটিভি ক্যামেরায় নজরদারি থেকে শুরু করে শিক্ষকদের মোবাইল নিয়ে পরীক্ষা সেন্টারে প্রবেশে নিষেধাজ্ঞা একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সেই সঙ্গে পর্যবেক্ষকদের নিয়োগ করা হয়েছিল। কুইক রেসপন্স টিমও তৈরি করা হয়েছিল। কোনও রকম প্রশ্ন ফাঁসের খবর পেলেই যেন কড়া পদক্ষেপ করা হয় তার নির্দেশ দিয়েছিল শিক্ষা সংসদ।