বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ির দশ নং ওয়ার্ডে ভোট দিলেন বেলা বসু। যার বয়স 95বছর।আজ সকালে তার ছেলেরা তাকে নিয়ে ভোটগ্রহন কেন্দ্রে পৌছে যান।
সেখান থেকে সেনাবাহিনীর জওয়ানদের কোলে চেপে তিনি ভোট দিতে যান। ভোট দিতে পেরে বেজায় খুশী তিনি। জানালেন শরীর আর দেয় না, তাই বুঝতে পারছিলাম না যেতে পারব কি না। তবে ভোট দিলাম। ভালো লাগল। তিনি যে সময় যান সেই সময় উপস্থিত ছিলেন রাজু বিস্তা। তিনিও অবাক হয়ে যেন তাকে দেখে। জিঞ্জাসা করেন কিছু। তারপরে সাংবাদিকদের তিনি জানান উনি আমাদের আসল প্রেরনা।