বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভোটের আগের রাতে বিপুল টাকা সহ আটক GNLF নেতার গাড়ি। গাড়ি থেকে উদ্ধার হয়েছে ২ লক্ষ টাকা।
রোহিনী গেটে নির্বাচন কমিশনের আধিকারিকরা GNLF নেতা নিমা লামার গাড়ি আটক করেন। গাড়িতে তল্লাশি চালাতে একটি ব্যাগ উদ্ধার হয়। সেখান থেকেই উদ্ধার হয় টাকা।