বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নির্বাচনী ইস্তেহারে ‘সম্পদ পুনর্বণ্টনের’ প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এই ইস্যুকে সামনে রেখে লাগাতার কংগ্রেসকে আক্রমণ শানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

বিতর্কের মধ্যেই সম্পদ পুনর্বণ্টন বিষয়টিকে মান্যতা দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। আর এই বিষয়টিকে তুলে ধরে ফের একবার কংগ্রেস এবং ‘ইন্ডি জোট’কে আক্রমণ শানালেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly)।

পাশাপাশি ইস্তেহারে থাকা জাতি সুমারির প্রসঙ্গ টেনেও এদিন কংগ্রেসকে একহাত নেন। বিজেপি নেতার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে নিয়ে চলার কথা বলছেন। উন্নয়নের কথা বলছেন। সেখানে কংগ্রেস সমাজে বিভেদ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন অর্নিবাণ গঙ্গোপাধ্যায়।

হাইভোল্টেজ একটি লোকসভা কেন্দ্র যাদবপুর। এবার সেখানেই অর্নিবাণ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা কার্যত মাস্টারস্ট্রোক বিজেপির। নাম ঘোষণা হওয়ার পর থেকে একেবারে মাটি কামড়ে থেকে লড়াই করছেন তিনি। আজ বুধবার একাধিক ইস্যুকে সামনে রেখে সাংবাদিকদের মুখোমুখি হন যাদবপুর লোকসভা কেন্দ্রের এই বিজেপি প্রার্থী। আর সেখান থেকেই নির্বাচনী ইস্তেহারে থাকা সম্পদ পুনর্বণ্টনের প্রতিশ্রুতি নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান। পাশাপাশি স্যাম পিত্রদাকেও একহাত নেন।

অর্নিবাণ বলেন, কংগ্রেসের প্রধান উপদেষ্টা স্যাম পিত্রদা একজন মার্কিন নাগরিক। আমেরিকায় চলে যান। রাজীব গান্ধীর সময়ে টেলিকম সেক্টরের প্রধান উপদেষ্টা ছিলেন। একাধিক দুর্নীতিতে স্যাম পিত্রদার নাম জড়ায়। তিনি ‘উত্তরাধিকার কর’ বসানোর কথা বলছেন। যা অদ্ভুত এবং কংগ্রেসের এহেন অবস্থান অত্যন্ত চিন্তাজনক বলে মন্তব্য করেন বিজেপি নেতা। তাৎপর্যপূর্ণভাবে এই বিষয়ে তৃণমূল একেবারে ‘স্পিকটি নট’ বলেও মন্তব্য তাঁর।

যাদবপুরের বিজেপি প্রার্থী এদিন আরও বলেন, বিজেপির ইস্তেহারে মধ্যবিত্তের উন্নয়ন এবং ভবিষ্যতের দিশা দেখানো হয়েছে। কিন্তু কংগ্রেস কাস্ট সেন্সাসের নামে ভারতকে ভাগ করার চেষ্টা করছে বলে অভিযোগ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের। মানুষের মধ্যে ভেদাভেদ তৈরির করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ।
তাঁর কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংখ্যালঘু থেকে শুরু করে পিছিয়ে পড়া, মধ্যবিত্ত- সকলকে সমান অধিকার দিয়েছেন। এমনকী যাদবপুরের সংখ্যালঘুরাও কেন্দ্রের থেকে গত ১০ বছরে কখনও অবজ্ঞার শিকার হযেছেন, বলতে পারবেন না, এই বলে এদিন চ্যালেঞ্জ ছুড়ে দেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। কেন্দ্রের সরকার সমস্ত মানুষের জন্য কাজ করেছে বলেও দাবি তাঁর।

বলে রাখা প্রয়োজন, সম্প্রতি ইন্ডিয়ান ওভারসিস কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদা তাঁর দলের সিদ্ধান্তকে সমর্থন করে কিছু বক্তব্য রাখেন। কংগ্রেস যে সম্পদ পুনর্বণ্টনের কথা বলেছে তার সঙ্গে আমেরিকার উত্তরাধিকার কর আইনের তুলনা টানেন পিত্রদা। তিনি মনে করেন, এটি হবে এমন সিদ্ধান্ত যা ধনীদের কথা ভেবে নয়। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে যাবতীয় বিতর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *