বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কাউন্টডাউন শুরু! রাত পোহালেই শুক্রবার দ্বিতীয় দফার ভোট। দেশের পাশাপাশি রাজ্যের তিন কেন্দ্রে নির্বাচন হবে। ভোট হবে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রে। তিন কেন্দ্রই হাইভোল্টেজ। বিজেপির শক্তঘাঁটি।

যদিও সেই ঘাসফুল ফোটাতে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত প্রচার চালিয়েছে তৃণমূল প্রার্থীরা। সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারও। বাকি দুই কেন্দ্রেও প্রচার সেরেছেন প্রার্থীরা। ৫টার পর থেকে শুরু হয়ে গিয়েছে ‘সাইলেন্স পিরিয়ড’ (Lok Sabha Election 2024) ।

দ্বিতীয় দফায় নির্বাচন (Lok Sabha Election 2024) হবে আগামীকাল শুক্রবার। তিন আসনে মোট ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। যার মধ্যে দার্জিলিংয়ে রয়েছেন ১৪ জন প্রার্থী, রায়গঞ্জে মোট প্রার্থীর সংখ্যা ২০ জন। এবং বালুরঘাটে মোট প্রার্থীর সংখ্যা ২০ জন। ফলে এই তিন কেন্দ্রেই লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা কার্যত স্পষ্ট। কমিশনের তথ্য অনুসারে এই তিন লোকসভা মিলিয়ে মোট ভোটারের সংখ্যা ৫১ লক্ষ ১৭ হাজার ৯৫৫।

প্রথম দফার নির্বাচনের (Lok Sabha Election 2024) শুরুর সময় থেকে অশান্তির অভিযোগ সামনে এসেছে। ফলে দ্বিতীয় দফায় অনেক বেশি সতর্ক কমিশন। নজরদারির জন্য সবরকম ব্যবস্থা থাকছে। মোট ৩০৩ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে শুক্রবার। রাখা হবে ওয়েব কাস্টিং। ১০০ শতাংশ বুথেই এই ব্যবস্থা রাখছে কমিশন। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশকে মোতায়েন করা হচ্ছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোট নিরাপত্তায় প্রায় ৭,২৩৭ জন রাজ্য পুলিসের কর্মীকে রাখা হচ্ছে।

তিন লোকসভা (Lok Sabha Election 2024) কেন্দ্র মিলিয়ে মোট বুথের সংখ্যা ৫,২৯৮। এর মধ্যে ১,১৩৪টি বুথ স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে কমিশন। তথ্য অনুযায়ী, দার্জিলিংয়ে মোট ১৯৯৯ টি বুথ, রায়গঞ্জে বুথের সংখ্যা ১৭৩০ টি এবং ১৫৬৯ টি বুথের সংখ্যা বালুরঘাট লোকসভা কেন্দ্রে। এর মধ্যে দার্জিলিঙে ৪০৮, রায়গঞ্জে ৪১৮ এবং বালুরঘাটে ৩০৮টি বুথ স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে কমিশনের তরফে।

পাশাপাশি পর্যবেক্ষকদয়েরও অনেক বেশি সতর্ক থাকার কথা বলা হয়েছে। অভিযোগের দ্রুত নিস্পত্তি যাতে করা যায় সেই বার্তা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *