বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পশ্চিমী দর্শনিক লেনিনের ১৫৫ তম জন্মদিন উপলক্ষে কেশপুরে তাপস সিনহার নেতৃত্বে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয় সোমবার।
সেখানে সাংবাদিকদের সিপিএম নেতা তাপস সিনহা বলেন, বিজেপি ও তৃণমূলের মধ্যে বহুদিন ধরে সেটিং হয়ে রয়েছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, তা নাহলে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী গ্রেফতার হন, দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হন, অথচ দুর্নীতির আতুরঘর পশ্চিমবঙ্গের মাথারা সব বাইরে ঘুরে বেড়াচ্ছেন। তিনি বলেন, সারদা ও নরদার ঘটনা সবাই জানে। লক্ষ লক্ষ টাকা নিয়েছেন নেতারা। কেউ তোয়ালে মুড়ে আবার কেউ খবরের কাগজ মুড়ে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী দল তাদের কিছু করছে না। আসলে সবটাই হচ্ছে মোদী ও মমতার সেটিংয়ের কারণে।
তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এখানে পুলিশ আমাদের ৪ বছর মিছিল, মিটিং করতে দেয় নি। আজ তো সবে শুরু হলো। নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে আমরা নির্বাচনী মিছিল, মিটিং করবো। তখন দেখবেন কাতারে কাতারে মানুষ লাল ঝাণ্ডার তলায় এসেছেন।