বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রবিবার কেকেআর-আরসিবি ম্যাচের পর কেটে গিয়েছে দুই রাত্রি। কিন্তু বিরাট কোহলির আউট নিয়ে বিতর্কের রেশ কিছুতেই কমছে না।

বিতর্কে জড়িয়েছেন, তার জন্য শাস্তিও পেয়েছেন‌। কিন্তু আউট নিয়ে কোহ‌লির রাগ কিছুতেই কমছে না। মুখ বন্ধ রাখলেও সোশ্যাল মিডিয়ার কার্যক্রমে বিরাট কিন্তু বুঝিয়ে দিচ্ছেন তাঁর রাগ এখনও কমেনি।

নিজে কোনও মন্তব্য না করলেও সোশাল মিডিয়ায় ইঙ্গিতের মাধ্যমে নিজের মনোভাব বুঝিয়ে দিচ্ছেন কিং রোহলি।আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। তাঁর সেই পোস্টে নিজের মনের ভাব প্রকাশ করলেন বিরাট।

বিরাটের আউটের তীব্র সমালোচনা করে কাইফ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,, ‘বিরাটকে এমন বোলিং করা হয়েছিল, যা খেলা যায় না। এর আগে বল ধোনির ব্যাটের তলা দিয়ে যাওয়ার পরেও ওয়াইড দেওয়া হয়েছিল। ক্যামেরা, রিপ্লে, প্রযুক্তি রয়েছে, তার পরেও এমন সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। খুব খারাপ আম্পায়ারিং হচ্ছে।’ কইফের করা সেই পোস্টে ইনস্টাগ্রামে লাইক দিয়েছেন বিরাট। কোনও কথা না বলেই বুঝিয়ে দিয়েছেন যে, তিনি কইফের সঙ্গে সহমত।
রবিবার কেকেআর বোলার হর্ষিত রানার বলে আউট হন বিরাট। কোহলির দাবি ছিল, বলটা তাঁর কোমরের ওপরের ছিল। তাই সেটা নো বল। কারণ, ক্রিকেটের নিয়ম (প্লেয়িং কন্ডিশন ৪১.৭.১) অনুযায়ী, ফুলটস বল যদি ব্যাটারের কোমরের ওপরে থাকে। তবে, সেটা নো বল হয়।

আম্পায়ারের এই সিদ্ধান্তেই অসন্তোষ প্রকাশ করেন আরসিবি ব্যাটার। মাঠের বাইরে বেরিয়ে যেতে গিয়েও চলে যান আম্পায়ারদের কাছে। তাঁদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। মাঠের বাইরে বেরিয়ে যাওয়ার মুহূর্তে নিজের ব্যাটেই তীব্রভাবে আঘাত করেন।

আইপিএলেবর বিধি লঙ্ঘন করে শাস্তির মুখে পড়লেন কোহলি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা হয়েছে তাঁর। আইপিএলের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, আইপিএলের আচরণ বিধির ২.৮ ধারায় অভিযুক্ত হয়েছেন কোহলি। আরসিবি ক্রিকেটার লেভেল ১ পর্যায়ের অপরাধ করেছেন।

আইপিএলে আম্পায়ারিং নিয়ে অসন্তোষ নতুন নয়। ওয়াইড বলের ক্ষেত্রেও ডিআরএস নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু তাতেও বিতর্ক মিটছে না। বিশেষ করে রবিবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে বিরাটের আউট যেন বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। যদিও সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে কোহলির আউট যুক্তি সঙ্গত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *