বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রাজ্যের বিভিন্ন জায়গায় আধার কার্ড বাতিল করার চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে। যা নিয়ে রবিবার সিউড়ি থেকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্ন থেকে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করার পাশাপাশি জনগণকে অভয় দেওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেছেন, রাজ্য এজন্য আলাদা পোর্টাল তৈরি করবে। আধার বাতিল হলে রাজ্য সরকার বিকল্প কার্ড তৈরি করে দেবে বলেও মুখ্যসচিব গোপালিকাকে পাশে বসিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেছেন, আধার বাতিলের নেপথ্যে রয়েছে এনআরসি। তিনি বলেছেন, নাম কাটা যাচ্ছে নবশূদ্র, মতুয়া ও সংখ্যালঘুদের। বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী রবিবার সিউড়ি থেকে জানিয়েছিলেন আধার কার্ডের সমস্যার সমাধানে আলাদা পোর্টাল করা হবে। এদিন মুখ্যসচিব ও তিনি সেই পোর্টালের নামও ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, তিনি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেবেন। ভোটের আগে আধার কার্ড সমস্যাকে তিনি ফ্যাসিবাদী চক্রান্ত বলেও মন্তব্য করেন।
বিজেপির তরফে ইতিমধ্যে আধার সমস্যা মোকাবিলায় তাদের পার্টি অফিস থেকে সাহায্য দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও রাজ্য সরকারের সঙ্গে যাতে কেউ যোগাযোগ না করেন, তার জন্যও বলা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এব্যাপারে জিজ্ঞাসা করা হলে মুখ্যমন্ত্রী বলেন, এই জন্যই দলটার নাম ভারতীয় জঞ্ঝাল পার্টি। অপদার্থ রাজনৈতিক দল তিনি এর আগে দেখেননি। এদেরকেই কংগ্রেস ও সিপিআইএম প্রশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
পরবর্তী লোকসভা নির্বাচন ঘোষণার আগে সারা দেশে সিএএ লাগুর প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বিষয়টি নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এনআরসি হবে না। এটা কবিগুরু, নজরুল ও জীবনানন্দের বাংলা। তিনি এলাকায় এলাকায় নজর রাখার আহ্বান জানিয়েছেন এদিন।
মুখ্যমন্ত্রী দাবি করেছেন, আধারের সমস্যা নিয়ে রাজ্য সরকারের তরফে যোগাযোগ করা হলে বলা হয়েছে, যা করা হয়েছে সব দিল্লি থেকে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, জামালপুরে যাঁদের আধার কার্ড বাতিল করা হয়েছে, তাঁরা চিঠি দিয়েছেন। এছাড়া তফশিলি জাতিভুক্তদের তরফেও তাঁকে চিঠি দেওয়া হয়েছে।
রবিবারের মতো মুখ্যমন্ত্রী এদিন নবান্ন থেকে অভিযোগ করেন, নির্বাচনের আগে সাধারণ মানুষ যাতে লক্ষ্মীর ভান্ডার এবং অন্য প্রকল্পের টাকা না পায়, তার জন্য চক্রান্ত চলছে। তিনি এদিনও বলেন, এই রাজ্যে আধার না থাকলে সরকারি কোনও প্রকল্প বন্ধ হবে না। কোনও গরিব মানুষ না খেতে পেয়ে মারা যাবেন না।