বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পাঁচ বছরের জন্য এখানে এসেছি। যারা ঝামেলার সৃষ্টি করছেন এখন থেকেই সাবধান হয়ে যান। মঙ্গলবার সাতসকালে কাঁধে একেবারে গদা নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে তৃণমূলকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। আর তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এর আগে ত্রিসুল হাতে ঘুরে তৈরি হয় বিতর্ক।

এমনকি মন্তব্য নিয়েও বারবার বিতর্কের মধ্যে পড়েন দুর্গাপুর-বর্ধমানের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেই রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কে জড়ালেন তিনি। ভোটের আবহে একেবারে ‘অস্ত্র’ হাতে হুঁশিয়ারি। আজ মঙ্গলবার গোটা রাজ্যেই হনুমান জয়ন্তী (Hanuman Jayanti) পালন হচ্ছে।

এদিন দুর্গাপুরের ইস্পাত নগরীর বি-জোন বয়েজ ক্লাবের মাঠে প্রাত: ভ্রমণে আসেন দিলীপ ঘোষ। একেবারে গদা হাতে তাঁকে দেখা যায়। আর সেভাবেই তৃণমূলকে দিলীপের হুঁশিয়ারি, পাঁচ বছরের জন্য এখানে এসেছি। যারা ঝামেলার সৃষ্টি করছেন এখন থেকেই সাবধান হয়ে যান। না হলে চার জুনের পর হিসাব হবে। গদা নিয়ে কাউকে উৎখাত করতে হয় না দেখলেই উৎখাত হয়ে যায় বলেও মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির।

জানা গিয়েছে, দিলীপ ঘোষকে দলীয় কর্মীরাই ওই গদা দেন। আর তা কাঁধে নেন তিনি। আর তা নিয়েই মহিলাদের সঙ্গে আলাপচারিতা করেন। সমস্যার কথা শোনেন। যুবকদের সঙ্গে ক্রিকেট এবং ফুটবলও খেলেন। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে আক্রমণ করে বলেন, সারা দেশের সন্ত্রাসবাদীকে জায়গা দিয়েছে।

সন্ত্রাসবাদীদের নিয়ে তাঁরা ঘুরে বেড়ায় বলে তোপ বিজেপি নেতার। এমনকি শাজাহানের মত সন্ত্রাসবাদীকে কে তাঁরা পুষেছে বলেও তোপ। ফলে তাঁদেরকে কে মারবে? এই প্রশ্ন তুলে একযোগে নাম না করে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ দিলীপ ঘোষের। তাঁর দাবি, নির্বাচনের আর কোন কিছু নেই।
আর তাই এখন প্রাণের ভয়। পুলিশকে এই বিষয়ে ফিট করা হচ্ছে বলেও তোপ। আর এহেনমন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এই বিষয়ে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি শাসকদল তৃণমূলের। নেতৃত্বের দাবি, আগেও কমিশনের নিয়মকে না মেনে একের পর এক মন্তব্য করেছেন। কমিশন সতর্কও করেছে।

কিন্তু এরপরেও একের পর এক মন্তব্য করে চলেছেন। এই বিষয়ে কমিশনে অভিযোগ জানানো হবে বলে জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *