বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ থেকে ফের তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা ফের ৪০ ডিগ্রি পার করে যেতে পারে বলে আশঙ্কার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

গরম থেকে বাঁচতে পাহাড়ে ছুটছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। ভোট উপেক্ষা করেই ভিড় করেছেন তাঁরা দার্জিলিঙে। অনেকদিন পর এমন পর্যটকের ঢল দেখল দার্জিলিং। কোনও হোটেলই খালি নেই। সব হোটেল ভর্তি। এমনকী দার্জিলিংয়ের আশপাশের এলাকাগুলিও ভরে গিয়েছে। হোমস্টে পর্যন্ত খালি পাওয়া যাচ্ছে না।

কলকাতা শহরের তাপমাত্রা আজ থেকে আরও বাড়তে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ৫০ বছরে রেকর্ড গরম পড়েছে এবার দক্ষিণবঙ্গে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। কলকাতা শহরের তাপমাত্রা এবার প্রায় ৪২ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। এমন তাপমাত্রা বৃদ্ধি এর আগে কখনও হয়নি রাজ্যে। এই তাপপ্রবাহ থামার নাম নিচ্ছে না। আজ থেকে ফের পারা চড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

গরমের কারণে রাজ্যের সব সরকারি স্কুল গুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। আর বেসরকারি স্কুলগুলির অধিকাংশ অনলাইনে স্কাস করাচ্ছে। কাজেই স্কুলের চাপ অনেকটাই কমে গিয়েছে। এই সুযোগে ব্যাগ গুছিয়ে গরম থেকে বাঁচতে পাহাড়ে পাড়ি দিচ্ছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাসিন্দারা। পাহাড়ে তাই এখন ঠাঁই নেই ঠাঁই নেই দশা। দার্জিলিংয়ের ম্যাল দেখলে মনে হচ্ছে ধর্মতলার ভিড়।

সকলের মুখেই এরটা কথা গরমে থাকতে পারছিলাম না। তাই একটু শীতের আমেজ নিতে পাহাড়ে ছুটে এসেছি। সাময়িক হলেও কিছুদিন তো আরামে কাটানো যাবে। অনেকে আবার মাস দুয়ের পাহাড়ে কোনও হোমস্টেতে কাটানোর পরিকল্পনা নিয়েছেন। পাহাড়ের পর্যটনে এটাই এখন নতুন ট্রেন্ড। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ট্রাভেল গ্রুপে হোমস্টের খোঁজ করতে দেখা গিয়েছে অনেককেই। গরমের দুটি মাস অনেকেই পাহাড়ে কাটাতে চাইছেন।

দার্জিলিংয়ে এখনও ভোটের আবহ রয়েছে। আগামী ২৬ এপ্রিল দার্জিলিংয়ে ভোট। আজ সেখানে প্রচার করবে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করেছেন অমিত শাহ। জমজমাট প্রচারের প্রচারের মাঝেই পর্যটকে ঢল নেমেছে দার্জিলিংয়ে। ভোটের উত্তােপ আমোল দিতে রাজি নন তাঁরা। শুধু গরম থেকে একটু রেহাই পেতে চান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *