বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাস্তবিক প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায়কেই শিলমহর দিলেন কোলকাতা হাই কোর্ট। সব বেআইনি চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এসএসসি মামলায় আজ সোমবার এমনই নির্দেশ দিল বিচারপতি

দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সবির রশিদির ডিভিশন বেঞ্চ। এখনও অবধি যা খবর, ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। সবথেকে বড় কথা, টাকা ফেরাতে হবে বেআইনিভাবে চাকরি প্রাপকদের। সুদ সমেত টাকা ফেরাতে হবে তাঁদের। আর তা চার সপ্তাহের মধ্যে। স্বাভাবিক কারণেই উদ্ভ্রান্ত ওই প্রায় ২৬ হাজার চাকরিজীবীরা ।

কোলকাতা হাইকোর্ট স্পষ্ট বলেছেন, ওরা কেউ যোগ্যতা অনুযায়ী চাকরি পায় নি। ওরা নেতা মন্ত্রীদের লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি কিনেছে। আর যোগ্য প্রার্থীরা বছরের পর বছর চাকরির দাবিতে আন্দোলন করে চলেছেন। এই নৈরাজ্য কখনো মেনে নেওয়া যায় না। তাই অর্থাৎ যাঁরা এত বছর বেতন পেয়েছেন, কিন্তু চাকরি পেয়েছেন বেআইনি পথে, সমস্ত টাকা ফেরাতে হবে তাঁদের। ঠিক যেমন ববিতা সরকার, অঙ্কিতা অধিকারীদের ক্ষেত্রে হয়েছিল। ওএমআর শিট বিক্রিত, প্যানেল বহির্ভূত সব চাকরি বাতিলের নির্দেশ দিল আদালত। এখনো প্রশ্ন উঠছে, ওই প্রায় ২৬ হাজার প্রার্থীর কি হবে? গড়ে প্রত্যেকে যদি ১০ লাখ টাকা করে ঘুষ দিয়ে থাকে তাদের তো সর্বস্ব গেলো। ঘুষ দিতে গিয়ে অনেকেই জমিজমা বিক্রি করেছেন। কেই মায়ের গয়না বিক্রি করেছেন। জাস্টিস গাঙ্গুলি এর আগেই রায় দিয়েছিলেন যে যারা বেআইনিভাবে চাকরি কিনেছেন, তারা পদত্যাগ করুন ও আদালতকে জানার কাদের কাছ থেকে কত টাকার বিনিময়ে তারা চাকরি কিনেছেন। সেই রায়ের পড়ে বেশ কয়েকজন পদত্যাগ করলেও এই প্রায় ২৬ হাজার জনের অবস্থা এখন কি হবে?

বিস্তারিত খবর ও রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া পড়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *