বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সন্দেশখালিতে পা রেখেই শাহজাহান শেখের গ্রেফতারির দাবি তুললেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনও। তিনি অভিযোগ করেছেন পুলিশের উপরে আস্থা হারিয়েছেন গ্রামের মহিলারা। তাঁরা এখনও আতঙ্কে রয়েছেন। এই আতঙ্ক কাটবে একমাত্র শাহজাহান শেখ গ্রেফতার হলেই।

 

সন্দেশখালিতে দুই তৃণমূল কংগ্রেস নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। দুই নেতাই শাহজাহান শেখের শাগরেদ। তাঁদের অত্যাচারে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল সন্দেশখালির মহিলাদের। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। অবশেষে সবদিক দিয়ে চাপে পড়ে উত্তম সর্দার এবং শিবু হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ।

কিন্তু তারপরেও আতঙ্ক কাটছে না সন্দেশখালিতে। শিবু হাজরার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের কাছে যে মহিলা গোপন জবানবন্দি দিেয়ছিলেন তাঁর বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালানো হয় বলে অভিযোগ। মহিলা আতঙ্কে বাড়ির ভেতরে প্রবেশ করতে পারছেন না। পরিস্থিতি সামাল দিতে নির্যাতিতার বাড়ির সামনে পুলিশ পাহারা বসানো হয়েছে।

এদিকে সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে আজ খোদ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা হাজির হয়েছেন সন্দেশখালিতে। ২ দিনের সফরে তিনি কলকাতায় এসেছেন। আজ সারাদিন তিনি সন্দেশখালিতেই থাকবেন। ইতিমধ্যেই তিনি সেখানে পৌঁছেও গিয়েছেন। প্রাথমিক ভাবে রেখা শর্মা জানিয়েছেন মহিলাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। তারা সহজ করে অভিযোগ জানাতে পারছে না। কিন্তু ডরকে আগে জিত হ্যায়। ভয়কে জয় করকতেই হবে। তার জন্য সবার আগে শাহজাহান শেখের গ্রেফতারি প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।

ইডির উপর হামলার ঘটনার পর থেকেই পলাতক শাহজাহামন শেখ। এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারেিন পুলিশ। যদিও তাঁর দুই সাগরেদকে গ্রেফতার করেছে। তবে সেটা করতেও অনেকটা সময় লাগিয়ে দিয়েছেন তাঁরা। গোটা গ্রাম যখন রাগে ফুঁসতে শুরু করেছিল। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছিল তখন নিরুপায় হয়েই এক কথায় উত্তম সর্দারকে ৫ বছরের জন্য সাসপেন্ড করে তৃণমূল। তারপরেই গ্রেফতার করা হয় তাকে।

উত্তর সর্দারের গ্রেফতারের পরেই শিবু হাজরার গ্রেফতারির দাবিতে সরব হয়েছিলেন গ্রামবাসীরা। তারপরেই গ্রেফতার করা হয় শিবু হাজরাকে। কিন্তু এখনও আতঙ্ক কাটেনি গ্রাম থেকে। আতঙ্কে ঘরে সিঁধিয়েছেন মহিলারা। অভিযোগকারী মহিলার বাড়িতে হামলা চালানো হয়েছিল। তারপরে পুলিশি পাহারা বসানো হয়েছে তাঁর বাড়ির সামনে। এখনও ভয় তাড়া করে বেড়াচ্ছে সন্দেশখালিতে। কারণ সেই একজনই শাহজাহান শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *