বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

বিদায় লগ্নে শীত। সেই সময়ই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। সেই সঙ্গে বলা হয়েছে, শীতও তুলনায় কমবে। আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার জেলায় বৃষ্টি হতে পারে। এদিন উত্তরবঙ্গের দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একদিকে উত্তরে হাওয়ার বাধা, অন্যদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগের ওপরে প্রবেশ করার কারণে মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, এই বৃষ্টিতে মাঠে থাকা ফসল কিংবা সবজির ক্ষতি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার হাল্কা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বুধবার বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। এছাড়া ওইদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দোসরা ফেব্রুয়ারি হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায়।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, এই আবহাওয়া প্রভাব পড়তে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। মঙ্গলবার অর্থাৎ ৩০ জানুয়ারি দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টি হতে পারে। বুধবার অর্থাৎ ৩১ জানুয়ারি হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও কালিম্পং-এ। বৃহস্পতিবার ও শুক্রবার অর্থাৎ পয়লা ও দোস ফেব্রুয়ারি উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সতর্কবার্তায় জানিয়েছে, এই সময় মাঠে ফসল কিংবা সবজি রয়েছে। বৃষ্টিতে সেইসব ফসল কিংবা সবজির ক্ষতি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *