বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

বুধবার পূর্ব ভারত জুড়ে তাপমাত্রা কিছু বৃদ্ধি পেলেও দিল্লি-সহ উত্তর ভারতে শৈত্যপ্রবাহ চলছে। আপাতত পরিস্থিতি পরিবর্তনের পূর্বাভাস নেই। এর মধ্যে এদিন ভোরে দিল্লি-সহ আশপাশের এলাকায় হাল্কা বৃষ্টিপাত হয়। উত্তর ভারতের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা গিয়েছে এদিনও। দিল্লির বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা চলতে পারে ২৭ জানুয়ারি পর্যন্ত।

আবহাওয়া দফতর সতর্কবার্তায় বলেছে, ২৫ জানুয়ারি পর্যন্ত বিহারের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ভাবে সকাল ও রাতের দিকে কয়েক ঘন্টা ঘন থেকে অতিঘন কুয়াশা থাকতে পারে। পরবর্তী তিন দিন রাজ্যের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার দেশের মধ্যে সমতল এলাকায় সর্বনিম্ন ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল উত্তর প্রদেশের মিরাটে।

মধ্য প্রদেশে বিচ্ছিন্নভাবে ২৬ জানুয়ারি পর্যন্ত এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ছাড়াও পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরায় ২৫ জানুয়ারি পর্যন্ত সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে এদিন পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশে অনেক জায়গাতেই শীতল থেকে অতি শীতল দিনের অবস্থা। ২৫ জানুয়ারি এইসব রাজ্যের কিছু অংশে এবং ২৭ জানুয়ারি এই রাজ্যগুলির বিচ্ছিন্ন পকেটে ঠান্ডার দিনের পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা।

এদিনের পরে বৃহস্পতিবারেও উত্তর রাজস্থানের কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহ জারি থাকবে। গ্রাউন্ড ফ্রস্ট পরিস্থিতি তৈরি হতে পারে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম উত্তর প্রদেশে।

আবহাওয়া দফতর জানিয়েছে দু’দুটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিম হিমালয় অঞ্চলে ২৫ থেকে ২৮ জানুয়ারির মধ্যে বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে বিপরীত ঘূর্ণাবর্তের কারণে এবং মারাঠাওয়ারা ও সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্তের উপস্থিতির কারণে আগামী দিন দুয়েক পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ আছাড়াও হাল্কা বৃষ্টি হতে পারে বিদর্ভ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, উপকূল অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং সিকিমে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী দু থেকে তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

মারাঠাওয়াড়ার ওপরে থাকা ঘূর্ণাবর্তটি ছাড়াও এই মুহূর্তে উত্তর প্রদেশ ও সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে অসম ও সংলগ্ন এলাকার ওপরে। ২৮ জানুয়ারির মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায় হাল্কা থেকে মাঝারি এবং কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *