বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
দিল্লি-সহ উত্তর ভারত জুড়ে শৈত্যপ্রবাহ অব্যাহত। দিল্লি ছাড়াও পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়েরপ বিভিন্ন জায়গা থেকে শীতলতম দিন কিংবা অতি শীতলতম দিনের খবর আসতে শুরু করেছে। অন্যদিকে পূর্বভারতে শীতের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে এদিন পশ্চিম হিমালয়ে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে চলেছে। এর প্রভাবে হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ এবং হিমাচল প্রদেশে। উত্তরখণ্ডে এই পরিস্থিতি তৈরি হতে পারে ১৭ ও ১৮ জানুয়ারি।
পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবে ১৬ থেকে ১৮ জানুয়ারির মধ্যে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গ, সিকিম ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ১৬ থেকে ১৮ জানুয়ারির মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিন সকালে রাজধানী দিল্লির ছিল ঘন কুয়াশায় ঢাকা। দৃশ্যমানতা কমে যাওয়ায় এদিন সকালে দিল্লি থেকে ছেড়ে যাওয়া ৩০ টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এছাড়া ১৭ টি ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্যদিকে অন্তত ৩০ টি ট্রেন এদিন দেরিতে দিল্লি পৌঁছেছে। ঘন কুয়াশায় পরিষেবা ব্যাহত হওয়ার কারণে এদিন সকাল থেকে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় বিমানবন্দর ও বড় রেল স্টেশনগুলিতে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়।
প্রসঙ্গত, ১৫ জানুয়ারি দিল্লি ছিল এবছরে এখনও পর্যন্ত শীতলতম। সফদরজং-এ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যদিও দিল্লির অপর একটি আবহাওয়া পর্যবেক্ষণ কগেন্দ্র লোধি রোডে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩.১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিল্লির সফদরজং-এ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, ১৭-র পাশাপাশি ১৮ জানুয়ারিতেও পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে রাত ও সকালের দিকে ঘন থেকে অতিঘন কুয়াশা থাকতে পারে। ১৭ জানুয়ারি একই পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর প্রদেশ ও বিহারের কোনও কোনও জায়গায়।
আবহাওয়া দফতর সতর্কবার্তায় বলেছে, ২০ জানুয়ারির মধ্যে রাতে ও সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে উত্তরাখণ্ড, উত্তর রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে। এছাড়া উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও একই পরিস্থিতি তৈরি হতে পারে।
পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের কোনও কোনও জায়গায় ১৭ জানুয়ারি শীতলতম দিন কিংবা অতি শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে। এইসব রাজ্যের কোনও কোনও জায়গায় এই সময়ের মধ্যে শৈত্যপ্রবাহ থেকে অতিপ্রবল শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিনের মধ্যে পূর্ব ভারতের রাজ্যগুলির তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। একই সময়ে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলির তাপমাত্রাও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে আগামী চার থেকে পাঁচ দিন দেশের কোথাও আবহাওয়ায় তেমন কোনও পরিবর্তন হবে না।