বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
আজ হয়তো ভিজতে চলেছে দক্ষিণ বঙ্গের কোনো কোনো জেলা। গতকাল সেই ফোরকাস্ট থাকলেও বৃষ্টি হয় নি। কিন্তু আজ হওয়ার সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বাড়ি থেকে বেরোনোর সময় সাথেই রাখুন ছাতা। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে এই বৃষ্টির সম্ভাবনা বলে আবহাওয়া অফিস সূত্রে খবর। সকাল থেকেই আকাশের মুখ ভার। প্রথমিকভাবে প্রবল কুয়াশা তার পরেই মেঘের ঘনঘটা।
শীতের মাঝেই ধেয়ে আসছে বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ ২৪ ঘটনায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি হতে পারে। ওদিকে তবে আগামী ১০ জানুয়ারি থেকে নতুন করে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মেঘলা আকাশ ও বাকি জেলাতে আংশিক মেঘলা থাকবে আকাশ। শীত আরেক দফা আসছে। তবে শহর কলকাতাতেও আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বেড়েছে।
উত্তরবঙ্গকে শীত আরো জাঁকিয়ে চেপে ধরছে। এই মুহূর্তে পশ্চিমি ঝঞ্ঝা সিকিমের উপর দিয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন দার্জিলিঙে ৫ থেকে ৬ ডিগ্রির আশপাশে থাকবে তাপমাত্রা। দার্জিলিঙ ও কালিম্পংএ বৃষ্টির পূর্বাভাস। হতে পারে তুষারপাতও। তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।