বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

১২ বছরের শাপমুক্তি ঘটিয়ে ভুবনেশ্বরে ওডিশা এফসিকে হারিয়ে গতকাল রাতেই কলিঙ্গ সুপার কাপ জিতেছে ইস্টবেঙ্গল। আজ বিকেলে দল নিয়ে কলকাতায় নামবেন হেড কোচ কার্লেস কুয়াদ্রাত।

কাপ জয়ের পথে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়েছিল লাল হলুদ। তারপর কাপ জয় সোনায় সোহাগা। স্টেডিয়াম থেকে টিম হোটেল, রাতভর কাপ জয়ের সেলিব্রেশনে মেতেছেন সমর্থকরা।

কলিঙ্গ সুপার কাপ জেতা প্রিয় দলকে স্বাগত জানাতে দমদম বিমানবন্দরেও ভিড় জমিয়েছেন লাল হলুদ সমর্থকরা। কার্লেস কুয়াদ্রাত কঠিন সময়ে দলের দায়িত্ব নিয়েই অবতীর্ণ হয়েছেন ম্যাজিশিয়ানের ভূমিকায়। স্বপ্নের ফেরিওয়ালা হয়ে তিনি সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছেন। ডুরান্ড কাপে রানার-আপ হওয়ার পর সুপার কাপে চ্যাম্পিয়ন।

গতকাল টিম হোটেলে কেক কাটেন কুয়াদ্রাত ও অধিনায়ক ক্লেইটন সিলভা। সিলভাই অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেছেন। ওডিশা এফসির হয়ে গত বছর সুপার কাপ জেতার পর এবার কলিঙ্গ সুপার কাপ লাল হলুদ জার্সি গায়ে জিতেছেন নন্দ কুমার। তাঁর গোলেই গতকালের ম্যাচে সমতা ফিরিয়েছিল লাল হলুদ।

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারকে ফোন করে কলিঙ্গ সুপার কাপ জয়ের জন্য ক্লাব, ফুটবলার, কোচিং স্টাফদের পাশাপাশি সমর্থকদের অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্টবেঙ্গলের স্পনসর জোগাড় থেকে আইএসএল খেলার বন্দোবস্ত করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অবদান অনস্বীকার্য।
রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, “হাজারো প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে ওডিশার মাঠে ওডিশাকে হারিয়ে ১২ বছর পর ট্রফি জেতা শুধু ইস্টবেঙ্গলের জয় নয়, এই জয় গোটা বাংলার।” আজ বিকেলে লাল হলুদ তাঁবুতে পতাকা উত্তোলন করা হবে। আইএসএলে কলকাতা ডার্বির আগে এই ট্রফি জয়ে চনমনে ইস্টবেঙ্গল।

এরই মধ্যে আইএসএলের দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল দলে রদবদল হতে চলেছে। বোরহা হেরেরা লিয়েনে যোগ দিচ্ছেন এফসি গোয়ায়। তাঁর পরিবর্ত হিসেবে স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ভিক্টর ভাসকুয়েজকে আনছে ইস্টবেঙ্গল। বার্সেলোনার ইউথ সিস্টেম থেকে উঠে আসা এই ফুটবলারের একটা সময় তুলনা হতো লিওনেল মেসির সঙ্গে।

বার্সার ইউথ সিস্টেমে তিনি মেসি ছাড়াও সেস ফ্যাব্রেগাস, জেরার্ড পিকের সঙ্গে খেলেছেন। বার্সার বয়সভিত্তিক দলে খেলার পাশাপাশি সিনিয়র দলের হয়েও একটি ম্যাচ খেলেছেন। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতেও খেলেছেন ২০২১ থেকে ২০২২ অবধি। তারপর ভিক্টর খেলেছেন টরন্টো এফসিতে। দ্রুত তাঁকে ভারতে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে ক্লাব সূত্রে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *