বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

হায়দরাবাদে ভারতের স্পিনারদের সামনে থমকে গেল বাজবল। ভারতের তিন স্পিনারের দাপটে ছেড়ে দে মা কেঁদে বাঁচি দশা বেন স্টোকসের ইংল্যান্ডের। ইতিমধ্যেই ছয় উইকেট পড়েছে।

প্রথম সেশনে পড়েছিল তিনটি উইকেট। দ্বিতীয় সেশনে এক ঘণ্টার মধ্যে আরও তিনটি উইকেট হারিয়েছে ইংল্যান্ড। এরই মধ্যে দুই শিবির দুটি অনন্য নজিরও স্থাপন করে ফেলেছে।

ইংল্যান্ডের যে ৬টি উইকেট পড়েছে তার মধ্যে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট দখল করেছেন। মধ্যাহ্নভোজের বিরতির পর জো রুট ৬০ বলে ২৯ রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হন। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে জাড্ডুর ৫৫০তম শিকার।

এরই মধ্যে অশ্বিন-জাদেজা জুটি টেস্টে ভারতের সেরা বোলিং জুটির শিরোপা আদায় করে নিয়েছে। অনিল কুম্বলে ও হরভজন সিংয়ের জুটি ৫৪টি টেস্টে ৫০১ টি উইকেট তুলে নিয়েছিল। সেই নজির এদিন টপকে যায় অশ্বিন-জাদেজা জুটি। জুটিতে ৫০তম টেস্টে বোলিং করতে গিয়ে ইতিমধ্যেই ৫০৪টি উইকেট পেয়েছেন অশ্বিন ও জাদেজা।
স্পিনারদের মধ্যে সেরা বোলিং জুটির নিরিখে অশ্বিন-জাদেজা, কুম্বলে-ভাজ্জি জুটির পরে তৃতীয় স্থানে বিষেণ সিং বেদী ও ভাগবৎ চন্দ্রশেখরের জুটি। ৪২টি টেস্টে তাঁদের দুজনে মিলে তুলে নিয়েছেন ১৮৪ উইকেট। হরভজন সিং ও জাহির খানের জুটিতে ৫৯টি টেস্টে এসেছে ৪৭৪ উইকেট।

টেস্টে সেরা বোলিং জুটির রেকর্ড রয়েছে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনের দখলে। তাঁরা ১৩৮টি টেস্টে ১০৩৯টি উইকেট পেয়েছেন। অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা জুটিতে ১০৪টি টেস্টে এসেছে ১০০১ উইকেট। ভারত-ইংল্যান্ড টেস্টে ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি এদিন নিজের দখলে নিলেন জো রুট।
ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার এদিন বড় রান না পেলেও টপকে গেলেন সচিন তেন্ডুলকরের নজির। দুই দেশের মধ্যে টেস্টে সর্বাধিক রানের রেকর্ড সচিনের থেকে ছিনিয়ে নিতে রুটের দরকার ছিল ১০ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে সচিন ২৫৩৫, সুনীল গাভাসকর ২৩৪৮ ও বিরাট কোহলি ১৯৯১ রান করেছেন।

জো রুট আজ আজ ২৯ রান করেছেন। তার ফাঁকে দখলে নিয়েছেন ঈর্ষণীয় রেকর্ড। রুটের পর ভারতের বিরুদ্ধে সফলতম অ্যালাস্টেয়ার কুক (২৪৩১ রান)। এদিকে, শেষ পাওয়া খবরে ইংল্যান্ডের স্কোর ৪৮.৩ ওভারে ৭ উইকেটে ১৫৫। লাঞ্চের পর রুট ছাড়াও আউট হন বেয়ারস্টো (৩৭), বেন ফোকস (৪), রেহান আহমেদ (১৩)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *