বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
তিনি ৪৩ বছরেও তরুণ। কোর্টে নামলেই যে এক ধাক্কায় ফিরে যান নিজের যৌবেন। বয়স যে সত্যি একটা সংখ্যা মাত্র তা আরও একবার প্রমাণ করলেন রোহন বোপান্না। বুধবার সকালে অস্ট্রেলিয়ান ওপেনে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় টেনিস তারকা। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ডাবলস বিভাগে সেমিফাইনালে পৌঁছালেন একইসঙ্গে ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন বোপান্না।
বিশ্বের সবথেকে বয়স্ক খেলোয়াড় হিসাবে টেনিসের ডাবসলের ক্রম তালিকায় ১ নম্বর স্থান দখল করে নিলেন ভারতের রোহন বোপান্না। ৪৩ বছর বয়সে এসেও টেনিস কোর্টে দাপট অব্যাহত রেখেছেন রোহন। বুধবার কোয়ার্টার ফাইনালের ম্যাচেও তাঁর খেলায় দেখা গেল সেই তারুণ্যের তেজ।
রোহন বোপান্না এবং তাঁর অস্ট্রেলিয়ান পার্টনার সঙ্গী ম্যাথু এবডেন কোয়ার্টার ফাইনালে ষষ্ঠ বাছাই আর্জেন্তিনার ষষ্ঠ বাছাই ম্যাক্সিমো গঞ্জালেজ এবং আন্দ্রেস মোলতেনিকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলেন। একইসঙ্গে এক নতুন ইতিহাসও সৃষ্টি করলেন। বিশ্ব টেনিসের ডাবলসের ক্রমতালিকায় এক নম্বর জায়গা দখল করেছেন বোপান্না।
আর্জেন্তাইন জুটিকে স্ট্রেট গেমে হারিয়ে বোপান্নারা অস্ট্রেলিয়ান ওপেনে শেষচারে নিজেদের স্থান করে ফেললেন। ম্যাচের স্কোরলাইন বোপান্না-ম্যাথু জুটির পক্ষে ৬-৪, ৭-৬ (৫)। এই জয়ের সুবাদেই রোহন এটিপি ডাবলস ক্রমতালিকার শীর্ষে পৌঁছে গেলেন। অর্থাৎ বর্তমান বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস তারকা বোপান্নাই।
বিশ্ব টেনিসে নতুন ইতিহাস গড়ে ফেললেন বোপান্না। ৪৩ বছর বয়সে এই প্রথমবার ক্রমতালিকার শীর্ষে পৌঁছলেন বোপান্না। এত বয়সে প্রথমবার এক নম্বর হওয়ার কৃতিত্ব আর কোনও খেলোয়াড়ের নেই। বোপান্না আমেরিকার রাজীব রামের রেকর্ড ভাঙলেন।২০২২ সালের অক্টোবরে ৩৮ বছর বয়সে বিশ্বের এক নম্বর ডাবলস খেলোয়াড় হয়েছিলেন।
মহেশ ভূপতি, লিয়েন্ডার পেজ এবং সানিয়া মির্জার পর ডাবলসে এক নম্বরে পৌঁছলেন বোপান্না। এই কৃতিত্ব অর্জনের জন্য মহেশ ভূপতি শুভেচ্ছাও জানিয়েছেন বোপান্নাকে।সমাজমাধ্যমে মহেশ ভূপতি লিখেছেন, রোহান বোপান্না তাঁর ২০ বছরের কেরিয়ারে প্রথমবার বিশ্বের এক নম্বর হলেন। আমার মতে, এটা ভারতীয় খেলাধুলার অন্যতম সেরা কাহিনী।’
বোপান্না-ম্যাথু জুটি সেমিফাইনালে খেলবে অবাছাই টমাস মাচাচ এবং ঝিঝেন ঝাংয়ের বিরুদ্ধে। ২০১৭ সালে ফরাসি ওপেনে কানাডার গ্যাব্রিয়েলা ডাব্রোস্কির সঙ্গে জুটি বেধে মিক্সড ডাবলস ট্রফি জিতেছিলেন বোপান্না। তবে গ্র্যান্ড স্ল্যামে পুরুষ ডাবলসে এখনও ট্রফি জয়ের স্বাদ পাওয়া হয়নি ভারতীয়। তারকার। এরআগে দুইবার গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে ফাইনালে উঠলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল।
খেতাব থেকে এখনও দুই ধাপ দূরে রোহনরা। তবে তারআগেই এক নম্বর হওয়ার কৃতিত্ব অর্জন করলেন। এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। আগামী সপ্তাহেই বোপান্নাকে ১ নম্বর হিসাবে ঘোষণা করা হবে।