বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

বিশ্বকাপ পর্ব শেষ হতেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে আইপিএলের প্রস্তুতি। আগামী ১৯ ডিসেম্বর হবে ২০২৪ সালের আইপিএলের মেগা নিলাম। একদিকে যখন চলছে নিলামের প্রস্তুতি, তখন আইপিএলের জন্য নতুন স্পনসর খোঁজার কাজও শুরু করে দিল বিসিসিআই। বর্তমানে টাটা আইপিএলের টাইটেল স্পনসর, কিন্তু ভারতের প্রসিদ্ধ এই সংস্থাটির সঙ্গে চুক্তি শেষ হওয়ার মুখে।

মঙ্গলবার রাতেই ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইপিএলের গভর্নিং কাউন্সিলের মাধ্যমে ২০২৪-২০২৮ সাল পর্যন্ত টুর্নামেন্টের টাইটেল স্পনসর চেয়ে দরপত্র আমন্ত্রণ করা হয়েছে। দরপত্র জমা দেওয়ার জন্য আগ্রহী সংস্থাগুলিকে বেশকিছু শর্তপূরণ করতে হবে।ফেরত অযোগ্য ৫ লক্ষ টাকা দিয়ে দরপত্র কিনে তা জমা করতে হবে আগ্রহী সংস্থাকে। এরসঙ্গে অতিরিক্ত জিএসটি করও দিতে হবে। ৮ জানুয়ারি পর্যন্ত দরপত্র কেনা যাবে।

২০০৮ সালে প্রথম আইপিএলের টাইটেল স্পনসর ছিল ডিলএফ। স্পনসরশিপ ফি হিসেবে বার্ষিক ৪০ কোটি টাকা দিত তারা বিসিসিআইকে। ২০১২ সাল অবধি এই কোম্পানিই ছিল টুর্নামেন্টের টাইটেল স্পনসর। কিন্তু ক্রমেই বাড়তে থাকে আইপিএলের বাজার দর। জনপ্রিয় হয়ে ওঠায় ব্র্যান্ড ভ্যালুও বাড়তে থাকে। ২০১৩ সালে টাইটেল স্পনসর হয় ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থা পেপসি।

১০ বছর আগে টাইটেল স্পনসরশিপ ফি হিসেবে তারা দিত বছরে ৭৯.৪ কোটি টাকা। ২০১৬ সালে ভারতের এই ক্রিকেট লিগের টাইটেল স্পনসরশিপ ফি ১০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। চিনের মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভো ২০১৬-১৭ সালে বার্ষিক ১০০ কোটি টাকার বিনিময়ে টাইটেল স্পনসর হয়েছিল।
কিন্তু কয়েক বছরের মধ্যেই এই সংস্থাকে নিয়ে বিপাকে পড়ে বিসিসিআই। ২০২০ আইপিএলে চিনের সংস্থাকে স্পনসর রাখা নিয়ে প্রভূত সমস্যায় পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড। চিনের সঙ্গে সীমান্তে উত্তেজনার জেরে স্পনসরশিপ থেকে চিনা কোম্পানি কে সরাতে বাধ্য হয় বোর্ড। টুর্নামেন্ট শুরুর অল্প সময় আগে একটি অন লাইন গেমিং অ্যাপকে টাইটেল স্পনসর হিসাবে যুক্ত করে মানরক্ষা করে।

এরপর টাটা হয় আইপিএল স্পনসর। কিন্তু টাটার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে। ২০২৪ সালে কী নতুন টাইটেল স্পনসর দেখতে পাওয়া যাবে নাকি টাটাই আবার থেকে যাবে, সেটা সময়ই বলবে।
এ বারের নিলামে ১১৬৬ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছিলেন। তার মধ্যে ৩৩৩ জন ক্রিকেটারকে বেছে নিয়েছে বোর্ড। তাঁদের মধ্যে ভারতের ২১৪ জন ক্রিকেটার রয়েছেন। বাকি ১১৯ জন বিদেশি ক্রিকেটার। তাঁদের মধ্যে ২ জন রয়েছেন আইসিসি সহযোগী দেশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *