বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

আইপিএলে মারকাঠারি ব্যাটিং দেখতেই অভ্য‌স্ত ক্রিকেট প্রেমীরা। এবার আইপিএলের ছায়া দেখা গেল রঞ্জি ট্রফির ম্যাচেও। অসমের ক্রিকেটার রিয়ান পরাগ ৫৬ বলেই রঞ্জি ট্রফির ম্যাচে শতরান হাঁকালেন। সেইসঙ্গে ভিভ রিচার্ডেসর সঙ্গে একই তালিকায় নিজের নাম যুক্ত করলেন। তবে অল্পের জন্য রক্ষা পেল ঋষভ পন্থের রেকর্ড।

রঞ্জি ট্রফির ম্যাচে আইপিএলের স্টাইলে ব্যাট করে রীতিমতো নজর কেড়ে নিলেন অসমের ক্রিকেটার রিয়ান পরাগ। আইপিএলে রাজস্থান রয়্যালস দলের সদস্য রঞ্জির ট্রফিতে ৮৭ বলে ১৫৫ রানের ইনিংস খেলেন। মেরেছেন ১১টা চার ও ১২টা ছয়। স্ট্রাইক রেট ১৭৮.১৬।

ছত্তীসগঢ় আগে ব্যাট করে তুলেছিল ৩২৭। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৫৯ রানে শেষ হয়ে যায় আসাম। ক্যাপ্টেন পরাগ মাত্র ৮ করে ফিরে যান। কিন্তু টিম ফলোঅন করতে নামার পরই বিধ্বংসী ব্যাটিং করেন পরাগ। ৫৬ বলেই শতরান পূরণ করেন। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডসও ১৯৮৫-৮৬ মরসুমে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন। অসমের আরও এক ক্রিকেটার আরকে বোরাহও ১৯৮৭-৮৮ মরসুমে ত্রিপুরার বিপক্ষে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম শতরানের মালিক শক্তি সিং। তিনি ৪৫‌ বলে সেঞ্চুরি করেন। রঞ্জি ট্রফিতে দ্রুততম শতরানের মালিকের নাম ঋষভ পন্থে। ২০১৬-১৭ মরসুমে ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে মাত্র ৪৮ বলে শতরান করেছিলেন পন্থ। ঘরোয়া ক্রিকেটে ওই মারকাটারি ইনিংসের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি পন্থকে। এরপর আইপিএলেও মেলে ধরেছিলেন, তার পরের কাহিনী ইতিহাস।

এরপরই নাম থাকল রিয়ান পরাগের। তৃতীয়স্থানে আছেন মধ্যপ্রদেশের নমন ওঝা। তিনি কর্ণাটকের বিরুদ্ধে ৬৯ বলে শতরান করেন। ২০১৪-১৫ মরসুমে রঞ্জি ট্রফির ম্যাচে রেলওয়েজের বিরুদ্ধে ৭২ বলে শতরান করেন উত্তরপ্রদেশের একলব্য দ্বিবেদী। তালিকায় পঞ্চম স্থানে আছেন ঋষভ পন্থই। ২০১৬-১৭ মরসুমে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ম্যাচে দিল্লি হয়ে ৮২ বলে শতরান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *