বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে বিরোধী ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক হয়ে গেল। এই বৈঠকে গরহাজির ছিল তৃণমূল কংগ্রেস।

অনেক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জোটের চেয়ারপার্সন হিসেবে প্রস্তাব করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম। তবে নীতীশ কুমারকে নিয়েও জল্পনা ছিল। সূত্রের খবর, শেষ অবধি সিলমোহর পড়়ছে খাড়গের নামেই।

আজকের ভার্চুয়াল বৈঠকে যোগ দেয়নি তৃণমূল কংগ্রেস। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুম্বই থেকে যোগ দেন এনসিপি নেতা শরদ পওয়ার। চেন্নাই থেকে বৈঠকে যোগ দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ও ডিএমকের কানিমোঝি করুণানিধি। বৈঠকে এদিন ১৪টি রাজনৈতিক দলের নেতারা যোগ দিয়েছিলেন। আসন ভাগাভাগি ছাড়াও ভারত জোড়ো ন্যায় যাত্রা ও অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে।

ইন্ডিয়ান ন্য়াশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সের চেয়ারপার্সন কে হবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল জোট গঠনের পর থেকেই। আজ দুপুরে ভার্চুয়াল বৈঠকের পরই খাড়গের নাম চেয়ারপার্সন হিসেবে ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, জোটের আহ্বায়ক পদ নিতে অস্বীকার করেন জেডি(ইউ) সভাপতি তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

খাড়গেকে সভাপতি করার পাশাপাশি নীতীশকে আহ্বায়ক পদ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কোনও পদ নিতে চাননি বলে জানিয়ে দেওয়া হয় তাঁর দলের তরফে। নীতীশ জানিয়েছেন, কংগ্রেসের তরফেই কারও ওই পদে থাকা উচিত। মমতা, নীতীশ ও অখিলেশের সঙ্গে এই বিষয়ে কথা বলার দায়িত্ব কংগ্রেসকেই দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে কথা বলেই ইন্ডিয়া জোটের আহ্বায়কের নাম চূড়ান্ত করা হবে। উল্লেখ্য়, গত ডিসেম্বরে ইন্ডিয়া জোটের যে বৈঠক হয়েছিল তাতে খাড়গেকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার প্রস্তাব দেন মমতা।

মমতার সেই প্রস্তাবকে সমর্থন করেছিলেন দিল্লির আপ সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গতকাল কংগ্রেস ও আম আদমি পার্টির নেতারা আসন ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা সেরে নিয়েছেন। বৈঠক ইতিবাচক বলেই জানিয়েছে দুই শিবির। গত দু-দিন ধরে খাড়গে কংগ্রেসের কয়েকটি রাজ্যের লোকসভা কো-অর্ডিনেটরদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। তাঁদের জনসংযোগ বাড়ানোর আহ্বানও জানান।

এদিকে, ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠককে কটাক্ষ করেছে বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, ভার্চুয়াল জোট ভার্চুয়াল বৈঠকই করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *