বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

চা শ্রমিকদের বাড়ি তৈরি করতে ২০০ কোটি টাকা খরচ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ‘চা সুন্দরী’ নামে প্রকল্পের (West Bengal Chaa Sundari Scheme)মাধ্যমে এই বাড়িগুলি তৈরি করা হবে। তবে আগে চা শ্রমিকদের বাড়ির তৈরি করে দেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সে মতো হয়েছিল সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

কিন্তু চলতি বছর এই খাতে ঠিক কত টাকা খরচ করা হবে সে বিষয়ে সম্প্রতি একটি বৈঠক হয়। আর সেখানে তৈরি করা হয় বাজেট। আর তাতেই ২০০ কোটি টাকা খরচের কথা বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের (Mamata Banerjee) সিদ্ধান্তে প্রায় ২০ হাজার চা শ্রমিক উপকৃত হবেন বলে বলে মনে করা হচ্ছে।

‘চা সুন্দরী’ প্রকল্পের মাধ্যমে এই টাকা দেওয়া হবে। যেখানে চা শ্রমিকরা বাড়ি তৈরি করার ক্ষেত্রে এক লাখ ২০ হাজার টাকা করে পাওয়া যাবে। তবে সরকার (Mamata Banerjee) যে সমস্ত শ্রমিকদের জমির পাট্টা দিয়েছে তাদেরকেই এই টাকা দেওয়া হবে। অর্থাৎ তাঁরাই এই টাকা পাওয়ার যোগ্য বলে জানা গিয়েছে। ধাপে ধাপে এই টাকা দেওয়া হবে। প্রাথমিক ভাবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের চা সুন্দরী প্রকল্পের টাকা দেওয়া হবে। দুই জেলার ২০ হাজার শ্রমিক এই টাকা পাবেন।

এই টাকা প্রদানের ক্ষেত্রে কোনও প্রশ্ন না ওঠে সেজন্যে কড়া রাজ্য সরকার। আর তাই এই টাকা কীভাবে দেওয়া হবে, এজন্যে কি নিয়ম মানতে হবে এজন্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ SOP তৈরি করেছে সরকার। তবে যা খবর উপভোক্তাদের তিন কিস্তিতে এই টাকা দেওয়া হবে। ধাপে ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা। তাতে উপভোক্তাদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

ধীরে ধীরে চা পেশার সঙ্গে যুক্ত এবং জমির পাট্টা পেয়েছেন এমন উপভোক্তাদেরও এই টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। আবাসন দফতরের এই প্রকল্প হলে পঞ্চায়েত দফতরের মাধ্যমে এই কাজ করছে সরকার।

সরকার চায় পাহাড়ে চা বাগানের সঙ্গে যুক্ত সমস্ত শ্রমিকদের জমির পাট্টা প্রদান করতে। আর তা পেলেই বাড়ি তৈরির টাকাও পাবেন তারা। আর সে লক্ষ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাজ করছে বলে জানা গিয়েছে। তবে বাজেটে তৈরি এই টাকা কবে দেওয়া হবে তা এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *