বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের হয়ে সওয়াল করতে পারবেন না রাজ্যের মুখ্য আইনি উপদেষ্টা অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এমনটাই নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ফলে এবার থেকে আর বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলায় অংশ নিতে পারবেন না কিশোর দত্ত।

অন্যদিকে চাকরিপ্রার্থীদের (West Bengal Recruitment Scam) একের পর এক দিন যেভাবে চলে যাচ্ছে তা নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি সিনহা। বলে রাখা প্রয়োজন, নিয়োগ দুর্নীতির (West Bengal Recruitment Scam) মামলার অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের হয়ে মামলা লড়ছেন কিশোর দত্ত।

এদিন এই বিষয়টিতে পর্যবেক্ষণ করেন বিচারপতি সিনহা। বলেন, আমি শুনেছি যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই দুর্নীতির মামলায় কোন এক অভিযুক্তের আইনজীবী হিসাবে মামলা লড়ছেন। যদি এটা হয় তাহলে সরাসরি একটা স্বার্থের দ্বন্দ্ব (conflict of interest) তৈরি হচ্ছে।

শুধু তাই নয়, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকেও পাঠান বিচারপতি। আর এরপরেই বিচারপতির স্পষ্ট নির্দেশ, তিনি এখনো সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী হিসেবে মামলা করছেন। তাহলে তো আপনি এই মামলায় রাজ্যের আইনজীবী হিসেবে মামলা লড়তে পারবেন না। কারণ সুবিচার শুধু করলেই হবে না, মানুষকে সেটা অনুভবও করতে হবে। – অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ করে মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার।
অন্যদিকে বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, এই বোর্ড এডামেন্ট। তারা কিছু পাবলিশ করবে না। তদন্তের মতো তদন্ত চলে যাচ্ছে। আর এদিকে এক একটা করে দিন চাকরিপ্রার্থীদের নষ্ট হচ্ছে, বেড়ে যাচ্ছে বয়সও। তা নিয়েও এদিন মন্তব্য করেন বিচারপতি।

এমনকি কবে নিয়োগ হবে তা নিয়েও প্রশ্ন ওঠে মামলার (West Bengal Recruitment Scam) শুনানিতে। তবে সমাধান সুত্র খুঁজতে আইনজীবীদের বৈঠকে বসার কথাও বলেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ৬ ফেব্রুয়ারি এই সংক্রান্ত মামলার শুনানি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *