বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
বাইশে জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সেদিন তিনি অযোধ্যায় যাচ্ছেন না বলেই জানা গিয়েছে। দলের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গে আলাদা কর্মসূচি তৈরি হচ্ছে। সেখানেই তিনি হাজির থাকবেন বলে জানা গিয়েছে।
রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সারা দেশ এমনকী বিদেশ থেকেও আমন্ত্রিত অতিথিরা আসবেন। খুব বেশি মানুষ সেদিন অযোধ্যায় যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি খারাপ হতে পারে। এমন কী ভিড়ের চাপে তা হাতের বাইরে চলে যেতে পারে। সম্ভাব্য পরিস্থিতির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিন নিজের নিজের জায়গায় রাম প্রদীপ জ্বালানোর কথা বলেছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তাঁর কর্মসূচি তৈরি করে ফেলেছেন বলে জানা গিয়েছে। তিনি ওদিনের শুরুতে নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে থাকতে পারেন। সেখান থেকেই দলীয় কর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের দিকে নজর রাখবেন এবং তা উদযাপন করবেন।
নিজের বিধানসভা কেন্দ্রের কর্মসূচি শেষ করার পরে তিনি তিনি কলকাতায় গিয়ে জোড়াসাঁকো বিধানসভা এলাকার রামমন্দিরে হওয়া পুজোয় অংশ নেবেন। এর পরে তিনি একটি মিছিলে অংশ নেবেন।
শুধু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীই নন, বিজেপি বিধায়করাও নিজের নিজের এলাকায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান পালন করবেন। ২২ জানুয়ারির অযোধ্যীয় উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেলে এই মাসের শেষের দিক থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ রাজ্যের বিজেপি বিধায়করা অযোধ্যা যাত্রা করতে পারেন বলে জানা গিয়েছে।