বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

ব্রিগেডে আজ বামেদের বড়ো সভা। প্রবল উত্তেজনা বাম ছাত্র যুবদের মধ্যে। কলকাতার রাস্তায় রাস্তায় পড়েছে পোস্টার। রবিবার শহরের ৭ জায়গা থেকে আসছে মিছিল। মিছিল আসছে জেলা থেকেও। হাওড়া-শিয়ালদহ স্টেশনেও সকালেই বাড়তে শুরু করেছে ভিড়। ঘন কুয়াশাকে উপেক্ষা করে নদীপথে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা সিপিএম নেতাকর্মী সমর্থকদের। সাতসকালে বসিরহাটের হিঙ্গলগঞ্জ স্বরূপনগর বাদুড়িয়া ব্লকের বেশ কয়েকটি ব্লক থেকে সিপিএম নেতাকর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হলেন। আজ যেন সব পথ মিলে যেতে চলেছে ব্রিগেডে। প্রধান বক্তা মীনাক্ষী।

ইতিমধ্যে সহকর্মীদের সঙ্গে ট্রেনে রওনা দিয়েছেন মীনাক্ষীর বাবা ও মা। সীতারামপুর স্টেশন থেকে কোলফিল্ড ট্রেনে উঠলেন মীনাক্ষী মুখোপাধ্যায়ের মা সিপিএম মহিলা জেলা নেত্রী পারুল মুখোপাধ্যায় এবং তার বাবা জেলা কমিটির সদস্য মনোজ মুখোপাধ্যায়। ঠান্ডা উপেক্ষা করেই ভিড় হাওড়া-শিয়ালদহ স্টেশনে। জেলা থেকে ধীরে ধীরে মানুষ আসতে শুরু করেছেন। উঠছে স্বাধীনতা-গণতন্ত্র-সমাতন্ত্রের স্লোগান। সাতটা নাগাদ হাওড়া স্টেশনে আসেন মালদহের প্রচুর বাম সমর্থক। ধীরে ধীরে সমস্ত কলকাতা আজ চলে যাবে বামেদের দেখলে। লোকসভা ভোটের আগে বঙ্গ বামের এই কর্মসূচি নিয়েই জোর চর্চা রাজনীতির অন্দরে। মীনাক্ষী মুখোপাধ্যায়কে ‘ক্যাপ্টেন’ করেই রাজ্য ইনসাফের দাবিতে ঘুরেছে বাম শিবিরের তরুণ তুর্কিরা। সেই মীনাক্ষীই এদিনও ব্রিগেডের ‘ক্যাপ্টেন’। ক্যাপ্টেনকে মুখ করেই পোস্টারে, কাউআউটে ছেয়ে ফেলা হয়েছে বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *