বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
দিদিমণির জান, তার নাম শাহজাহান! এমন ভাবেই তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
বিজেপির ডাকে চোর ধরো জেল ভরো কর্মসূচিতে যোগ দিতে শনিবার জলপাইগুড়ি যান বিজেপির রাজ্য সভাপতি। আর সেখানে শাহজাহান ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শানান তিনি। একই সঙ্গে (Sandeshkhali) তল্লাশিতে গিয়ে ইডিতে আক্রান্ত হওয়া নিয়েও মুখ খোলেন সুকান্ত।
যদিও পালটা ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিয়েছে কেন্দ্র সরকার। তাই এই ধরনের (Sandeshkhali) ঘটনা ঘটছে বলে মন্তব্য তৃণমূল সাংসদের। এদিন সুকান্ত বলেন, তৃণমূলের উদ্যোগে জিহাদিদের পকেট তৈরি হয়েছে এই বঙ্গে।
শুধু তাই নয়, এই রাজ্যে সংবিধান আক্রান্ত, উত্তর চব্বিশ পরগনা জেলায় শুক্রবার কেন্দ্রিয় তদন্তকারি সংস্থার আধিকারিকদের ওপর শাহজাহান শেখের মতো মানুষ যারা একদিকে বাংলাদেশের জেহাদি সংগঠণের মদত দাতা অপরদিকে এই রাজ্যের তৃণমূলের নেতা তার নেতৃত্বে যে হামলা চালিয়েছে তাতেই পরিষ্কার আগামীতে এই পশ্চিমবঙ্গের হাল কি হতে চলেছে, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি।
পাশাপাশি রেশন দুর্নীতি নিয়েও আক্রমণ শানান। বলেন, এই সরকারের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশনের চাল, আবাস যোজনার টাকা সহ অন্যের বউকে ও চুরি করেছে, সেটা আপনারা টিভির পর্দায় দেখেছেন। আর এই অবস্থা থেকে বাংলাকে বাঁচাতে বিজেপিকে ভোট দেওয়ার ডাক সুকান্ত মজুমদার। অন্যদিকে ইডির উপর হামলা নিয়ে পালটা বিজেপিকে আক্রমণ শানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
কোন্নগর বইমেলার উদ্বোধনে এসে শ্রীরামপুর সাংসদ বলেন, যে বিষয় তদন্তের মধ্যে আছে সেটা নিয়ে মন্তব্য করব না। তবে হিংসাকে প্রশ্রয় দেওয়ার জায়গা নেই। যদিও ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার যেটা রয়েছে সেটার উপর বিশ্বাস না থাকলে এবং যখন সেটিকে ভেঙে দেওয়া হয় তখন এই ধরনের ঘটনা ঘটে বলে দাবি তৃণমূল নেতার।
তাঁর কথায়, ভারতবর্ষের গণতন্ত্র দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর। কেন্দ্র সরকার সেই কাঠামোটাকে ভেঙে দিয়েছে। সে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে ভাঙার জন্য আজকে এই ঘটনা।
অধীর চৌধুরী বিজেপির দালাল। ও চাইছে ইন্ডিয়া জোট যাতে ভেঙে যায়।ওর টিকি বাধা আছে বিজেপির ঘরে।ও জিততে পারবে না।