বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
আজ কার্শিয়াং এ আমার মাটি আমার দেশ প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ রাজু বিস্তা। আজ তিনি কার্শিয়াং এ ইষ্কুল ছাত্রছাত্রীদের সাথে বৃক্ষরোপন করলেন নিজের হাতে চারাগাছ রোপন করে। তিনি জানালেন আমাদের প্রধানমন্ত্রী নিজে বিভিন্ন প্রকল্পের সূচনা করছেন। তার আমলেই আমাদের দেশ উন্নতির চরম শিখরে পৌছে গেছে। আমাদের উচিত আমাদের প্রধানমন্ত্রীকে অনুসরন করা। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ঐকান্তিক চেষ্টায় ভারত আজকে বিশ্বের দরবারে শিখরে গিয়ে পৌছিয়েছে। আর নিজের দেশের মাটির গুরুত্ব সবার চাইতে আলাদা। তাই তার এই নতুন প্রকল্প আমাদের দেশকে যে একটা নতুন দিশা দেখাবে এই বিষয়ে কোন সন্দেহ নেই। এদিন দার্জিলিং এর সাংসদের সাথে হাতে হাত মিলিয়ে চারাগাছ রোপন করেন ইষ্কুলের ছাত্রছাত্রী এবং সেখানার স্থানীয় মানুষজন। সাংসদ জানান এই কালিম্পং এর গোটা শহরজুড়ে লাগানো হবে 5000চারাগাছ। যেটা আগামীদিনে এই শহরকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করবে। আমাদের সবার উচিত গাছ লাগানো এবং প্রান বাচানো। তাই আমাদের নাগরিকদের কর্তব্য গাছ লাগিয়ে যাওয়া বলে জানালেন দার্জিলিং এর সাংসদ।