বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং বন্ধ নয়! ১৪ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ হবে। বিশাল পরিমান এই শূন্যপদে নিয়োগের কাউন্সেলিংয়ে হাইকোর্টের রায়কেই বহাল রাখল সুপ্রিম কোর্ট। ফলে কাউন্সেলিং বন্ধ হচ্ছে না। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই স্কুল সার্ভিস কমিশন কাউন্সেলিং চালিয়ে যাওয়া যাবে।

সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং আসাউদ্দিন আমানুল্লাহর ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।

দীর্ঘ শুনানি শেষে আদালত কলকাতা হাইকোর্টের নির্দেশকেই এই বিষয়ে বহাল রাখে। ফলে উচ্চ প্রাথমিকের ১৪ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগে (Teacher Recruitment) কাউন্সেলিংয়ে আর বাধা রইল না। বলে রাখা প্রয়োজন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ।

তাদের দাবি ছিল, প্রথম প্যানেলে নাম থাকলেও দ্বিতীয় প্যানেলে নেই। প্যানেল অস্বচ্ছ বলেও আদালতে আবেদন জানান চাকরিপ্রার্থীরা। বিচারপতি হিমা কোহলি এবং আসাউদ্দিন আমানুল্লাহর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়।
দীর্ঘ শুনানি শেষে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং (Teacher Recruitment) বন্ধ করা যাবে না। তবে এই বিষয়ে কলকাতা হাইকোর্ট যদি কোনও চূড়ান্ত নির্দেশ শোনায়, তা চ্যালেঞ্জ করার অধিকার পাবেন চাকরিপ্রার্থীরা। এমনটাই নির্দেশে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। অন্যদিকে উচ্চ প্রাথমিকে ২০১৬ সালের একটি মেধাতালিকায় নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা হয়য় কলকাতা হাইকোর্টে।

আর সেই নিয়োগ (Teacher Recruitment) প্রক্রিয়ার প্রথম প্যানেলে প্রায় ৯ হাজার প্রার্থী ছিলেন। কিন্তু আইন সহ বিভিন্ন জটিলতায় কাউন্সেলিং বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়া কাউন্সেলিং যাতে শুরু করা যায় সেজন্যে আদালতের কাছে আবেদন জানান চাকরি প্রার্থীরা। মামলার শুনানি হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে। দীর্ঘ শুনানি শেষে থমকে থাকা কাউন্সেলিং দ্রুত (Teacher Recruitment) শুরু করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।

এসএসসিকে এই নির্দেশ দেওয়া হয়। তবে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করলেও মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগপত্র দেওয়া যাবে না বলে নির্দেশে জানায় আদালত। আর এরপরেই উচ্চ প্রাথমিকে মোট ১৪,৩৩৯টি শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং শুরু করে এসএসসি। প্রক্রিয়া চলাকালীন ফের আইনি জট তৈরি হয়। কিন্তু সুপ্রিম কোর্টের (Teacher Recruitment) নির্দেশে আর সমস্যা থাকল না। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *