বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
চরমে বিহারে রাজনৈতিক সংকট। ইন্ডিয়া জোটে বড় ভাঙন ধরিয়ে আজই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছে জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। এবং আজই আবার তিনি সরকার গঠনের দাবি জানাবেন। এবার তাঁকে সমর্থন করতে চলেছে বিজেপি।
বিধানসভা নির্বাচনের পর বিজেপির সঙ্গা হাত মিলিয়েই বিহারে সরকার গড়েছিলেন নীতীশ। ঠিক তার কয়েক মাস পরে বিজেপির সঙ্গে প্রবল বিরোধ তৈরি হয় তাঁর। তারপরেই কিনি বিজেপার সঙ্গে জোট ভেঙে আরজেডির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েন। সেই জোটও বেশিদিন স্থায়ী হল না। আবার সেই বিজেপির সঙ্গে হাত মিলিেয়ই সরকার গড়তে চলেছেন তিনি।
ফের বিরোধী জোটে ভাঙন ধরিয়ে বেরিয়ে এলেন নীতীশ কুমার। কয়েকদিন আগে পর্যন্ত যাঁকে বিরোধী জোটের মুখ বলে জল্পনা শুরু হয়েিছল তিিন অবলীলায় বিরোধী জোট থেকে বেরিয়ে এসে হাত ধরলেন সেই গেরুয়া শিবিরেরই। চেয়ার ধরে রাখতে মরিয়া নীতীশের এই ঘন ঘন দল বদলের সব ওলট পালট করে দিয়েছে ইন্ডিয়া জোটে। আসন বণ্টন নিয়ে জটিলতা তৈরি হয়েছে ইন্ডিয়া জোটে। তৃণণমূল কংগ্রেস একা লড়াইয়ের বার্তা দিয়েছে। তারপরে আবার নীতীশের এই পদক্ষেপে ইন্ডিয়া জোটের ভাঙন যে গভীর হয়েছে তাতে কোনও সন্দেহ নেই।
বেশ কয়েকমাস ধরেই নীতীশকে ঘিরে সন্দেহের মেঘ ঘনীভূত হয়েছিল। মধ্যপ্রদেশ, রাজস্থানে কংগ্রেসের হারের পর যে তৃতীয় দফায় বৈঠক বসে ইন্ডিয়া জোটের তাতেই খুব একটা আগ্রহী দেখায়নি নীতীশকে। তারপরে সেই সন্দেহ ধীরে ধীরে ঘনীভূত হতে শুরু করে। শেষ পর্যন্ত সেই চিরাচরিত দলবদলের সমীকরণেই পা বাড়ান নীতীশ। পদ ধরে রাখতে ফের আরজেডির হাত ছেড়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন তিনি।
জানা গিয়েছে গতকালই আরজেডির সব মন্ত্রীদের বরখাস্ত করেছেন তিনি। এবং তাঁর জায়গায় বিজেপি বিধায়কদের মন্ত্রী করার তালিকা তৈরি করে ফেলেছেন। জানা গিয়েছে আজ অর্থাৎ রবিবার সকাল ১০টাতেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি। তারপরেই বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার গড়ার প্রস্তাব দেবেন তিনি। ইতিমধ্যেই রাজ্যপালের কাছে সময় চেয়ে নিয়েেছন নীতীশ কুমার।
এদিকে আজ সকাল ১০টা জরুরি বৈঠক ডেকেছে বিহারের বিজেপি সভাপতি। সেই বৈঠকে উপস্থিত থাকবেন জেডিইউ বিধায়করাও। তাঁরা সেখানে যৌথভাবে পরবর্তী পদক্ষেপ নিয়ে পর্যালোচনা করবেন। অর্থাৎ নীতীশকে বিজেপির সমর্থন পেতে হলে বিজেপির জন্য কী করতে হবে তা নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে। জেডিইউ-র এককভাবে সরকার গড়ার ক্ষমতা নেই।