বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

আগামী কাল সোমবার রাজপথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাম মন্দির উদ্বোধনের দিন সংহতি মিছিল করবেন তিনি। সর্ব ধর্ম সমন্বয়ে এই মিছিলে যোগ দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। মিছিলে কি অংশ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই জল্পনা এখন তুঙ্গে।

মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। রাম মন্দির উদ্বোধনের দিন দুপুরে তৃণমূলের এই কর্মসূচি। মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী হিসেবে ডাক দিয়েছেন। সেখানে অভিষেক কি উপস্থিত থাকবেন? দলের অন্তরেও এই নিয়ে জোর চর্চা চলছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এই মিছিল নিয়ে একটি কথাও বলা হয়নি। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেও তিনি কোনও পোস্ট করেননি। এদিকে তৃণমূলের পক্ষ থেকে সংহতি মিছিল নিয়ে জোড় প্রচার চলছে। কলকাতা শহরের একাধিক জায়গাতে পোস্টার ফ্লেক্স লাগানো হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কেবল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখতে পাওয়া যাচ্ছে।

তৃণমূল কংগ্রেসের নীতি কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও একইসঙ্গে দেখতে পাওয়া যায়। অভিষেক দলের সেকেন্ড ইন কমান্ড ভূমিকায় রয়েছেন। কাজেই তাঁর ছবি রাখা নিয়ে কোনও সমস্যা হওয়ার কথা নয়। এমনই মত তৃণমূলের একটা অংশের। কিন্তু সংহতি যাত্রার ব্যানার, ফ্লেক্সে কোনওভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছবি দেখতে পাওয়া যায়নি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুজোর পর থেকে তেমনভাবে দলের কর্মসূচিতে দেখতে পাওয়া যাচ্ছে না। এদিকে নবীন প্রবীণ দ্বন্দ্ব দলের অন্দরে অনেকটাই মাথাচাড়া দিয়েছিল জানুয়ারি মাসের শুরুতে। এই মুহূর্তে সেই দ্বন্দ্ব মিটে গিয়েছে। এই কথা দলের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু সত্যিই কি মিটেছে?
দলের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে থেকেছেন। তবে সরকারি অনুষ্ঠানে তাঁকে দেখতে পাওয়া যায়নি। যদিও উত্তরবঙ্গের একটি অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে মঞ্চে ডেকে নিয়েছিলেন। কিন্তু আগামী কালের এই মিছিলে নেত্রীর পাশে কি দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে?

দলের একাধিক সিদ্ধান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহমত হতে পারছেন না। এমন মত অন্দরে জানা গিয়েছে। সম্প্রতি নিজেকে কিছুটা দূরেও আড়ালে রাখতে চাইছিলেন অভিষেক। নেত্রীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে। সেখানেও নেত্রী কিছুটা কড়া মনোভাব নিয়েছেন। এমন কথা শোনা গিয়েছে। ফলে রাশ হাতে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একথা অস্বীকার করার জায়গা নেই।

অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মিছিলে অংশ নেবেন? এই প্রশ্ন থাকছে কলকাতা পুলিশের। হাফ ম্যারাথনে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। ১০ কিলোমিটার তিনি দৌড়েছেন রবিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *