বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

বাংলায় আসন সমঝোতা নিয়ে ইন্ডিয়া জোট যে বড় ধাক্কা খেতে চলেছে সেই ইঙ্গিত মিলতে শুরু করেছে। রাজনৈতিক মহলের খবর, প্রাথমিকভাবে কংগ্রেসকে দুটি আসন ছাড়তে চাইছিল তৃণমূল কংগ্রেস।

কিন্তু সূত্রের খবর, কংগ্রেস অন্তত ১০-১২টি আসন চাইছে। যা মানবে না তৃণমূল। এরই মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় সব আসনে প্রার্থী দেওয়ার ইঙ্গিত দিয়েছেন খোদ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, গতকাল মুর্শিদাবাদের দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অধীর চৌধুরীকে বিশেষ গুরুত্ব না দিতে। তৃণমূলের নেতা-কর্মীদের ৪২টি আসনে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দেন দলনেত্রী। মুর্শিদাবাদ জেলায় বহরমপুর আসনটি কংগ্রেসের, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে রয়েছেন তৃণমূল সাংসদ।

এককাট্টা হয়ে লড়লে বহরমপুর আসনটি যে কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেওয়া যাবে সেই বার্তাই দিয়েছেন মমতা। এই পরিস্থিতিতে আসন ভাগাভাগিতে ঐকমত্যে পৌঁছতে না পারলে তৃণমূলের ইন্ডিয়া জোটে অবস্থান কী হবে তা নিয়ে চলছে চর্চা। তবে যেভাবে প্রদেশ কংগ্রেস তাদের আক্রমণ করছে সেটাকে ভালোভাবে নিচ্ছে না টিএমসি।
আজ তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেন, প্রদেশ কংগ্রেসের নেতারা এখানে যে সব কথা বলছেন তাতে বিজেপির হাত শক্ত হচ্ছে। এটা প্রত্যাশিত নয়। ফলে আমরা ৪২টি আসনে লড়ার জন্যই প্রস্তুত। এই আবহে বহরমপুরের সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী পাত্তাই দিচ্ছেন না তৃণমূলের অবস্থানকে।

অধীর আজ বলেন, কেউ যদি ভাবেন আমি কোনও ফ্যাক্টর নই, তাহলে তা-ই। আমি কাউকেই পরোয়া করি না। লড়াই করেই আজ এই জায়গায় পৌঁছেছি। জিতেই এখানে এসেছি। আমি লড়াইয়ের জন্য সব সময় প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *