বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

এসএসসি মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। পাঁচ দিন সময় দেওয়া হল সিবিআইকে। গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া সব কিছু আদালতে পেশ করতে হবে। নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ।

গাজিয়াবাদে থেকে উদ্ধার হওয়া ইলেকট্রনিক ডিভাইস, হার্ড ডিস্ক, তার মধ্যে থাকা ওএমআর সহ সমস্ত নথি আদালতে পেশ করার নির্দেশ। আগামী ২৪ জানুয়ারি সমস্ত নথি পেশ করতে হবে বলে জানিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

যদি পরবর্তী শুনানির দিন কোনও কারণে ইলেকট্রনিক ডিভাইস পেশ করা সম্ভব না হয়। তাহলে মামলা চলাকালীন তা পেশ করতে হবে। এমনই কড়া নির্দেশ আদালতের। ইলেকট্রনিক ডিভাইস পেশ করা সম্ভব না হলেও তার মধ্যে থাকা নথির কপি পেশ করতে হবে সিবিআইকে।

মামলায় যুক্ত কোনও বিতর্কিত চাকরিপ্রাপক তার নিজের ওএমআর শিট দেখতে চাইতে পারেন। তিনি আদালতের নজরদারিতে সেটি দেখতে পারেন। শুক্রবার বিচারপতি দেবাংশু ভট্টাচার্য ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এইসব নির্দেশ দিয়েছে।
এদিকে আদালতের সামনে ওএমআর পেশ নিয়ে দ্বিধাবিভক্ত বিতর্কিত চাকরি প্রাপকের আইনজীবীরা। একাদশ – দ্বাদশের বিতর্কিত চাকরি প্রাপকের দুজন চাইছেন তাদের ওএমআর আদালতের সামনে পেশ করা হোক। সেখানেই তারা একবার ওই ওএমআর পরীক্ষা করে দেখতে চান।

কিন্তু বাকি সমস্ত বিভাগের বিতর্কিত চাকরি প্রাপকরা এতে অখুশি। তারা চাইছেন না ওএমআর শিট আদালতের সামনে পেশ করা হোক। তাদের বক্তব্য, এই ডিজিটাল নথির সত্যতা নিয়েই সংশয় প্রকাশ করা হচ্ছে। যদি কোনও একজন নির্দিষ্ট মামলাকারী তার ওএমআর দেখতে চান। তাহলে আলাদা বিষয়। কিন্তু এটা যেন সবার ক্ষেত্রে প্রযোজ্য না হয়।

সিবিআই যে সব নথি এখনও অবধি উদ্ধার করেছে, সবই কমিশনে জমা দিয়েছে। এসএসসি কমিশনকে কীভাবে বিশ্বাস করা যায়? সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টের মামলা এসএসসি আলাদা বক্তব্য রেখেছে। এই আদালতের হলফনামাতেও তাদের বক্তব্য স্পষ্ট নয়৷ এমনই বক্তব্য ডিভিশন বেঞ্চের৷

আগামী ২৪ তারিখ ফের এই মামলার শুনানি। ওই দিন সব কিছু আদালতে পেশ করতে হবে। বিচারপতিদের এদিনের বক্তব্য যথেষ্ট কড়া ছিল। এমনই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *