বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আর বেশিদিন বাকি নেই! যে কোনও সময় ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। আর এই নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী সব দলই। ময়দানে নেমে পড়েছেন খোদ তৃণমূল নেত্রী।

লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) মুখে ২৬টি সাংগঠনিক জেলার ব্লক সভাপতিদের নাম ঘোষণা করল শাসকদল. তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমতিক্রমেই প্রত্যেক জেলার ব্লক সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে।

সেই তালিকা একের পর এক আপলোড করা হয়েছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে নবীন-প্রবীণ সংঘাত চরমে। এমনকি সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সিদ্ধান্ত মানা হচ্ছে না বলেও দাবি। ফলে দলের একাধিক কর্মসূচি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। এই অবস্থায় লোকসভা নির্বাচনের মুখে দলের রাশ নিজের হাতে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বিভিন্ন জেলা ভিত্তিক ভাবে নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন তিনি। আর এর মধ্যেই ২৬টি সাংগঠনিক জেলার ব্লক সভাপতিদের নাম ঘোষণা করল তৃণমূল। পাশাপাশি সহসভাপতি ও অন্য পদাধিকারীদের নামও ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে দীর্ঘ এই তালিকায় একাধিক জায়গায় পুরানো ব্লক সভাপতিদেরই নিজেদের পদে বহাল রাখা হয়েছে।
কয়েকটি জায়গায় নতুন সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। যেমন বড়ঞার বিধায়ক জীবন সাহার ঘনিষ্ঠ বলে পরিচিত রবিন ঘোষকে সভপতির পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে জীবন সাহা নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন।

অন্যদিকে বীরভুমেরও বেশ কয়েকজন সভাপতিকে বদল করা হয়েছে বলে জানা গিয়েছে। বীরভুম মানেই অনুব্রত মন্ডলের খাসতালুক। আগেই সেখানে বড় পদক্ষেপ নিয়েছেন নেত্রী। এবার সেখানে ফের রদবদল।
তবে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণার মোট ৯ টি সংগঠনের ব্লক সভাপতিদের নাম ঘোষণা করা হয়নি। এই বিষয়ে আরও সময় দিতে চাইছে শীর্ষ নেতৃত্ব। আর এরপরেই তা ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে একেবারে কোমর বেঁধে নামতে চাইছে তৃণমূল।

ফলে কোনও জায়গায় খামতি রাখতে চাইছে না শাসকদল। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিনা যুদ্ধে একটুও জায়গা ছাড়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *