বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

ভারতীয় সিনেমার অত্যতম মর্যাদাপূর্ণ পুরষ্কার হিসাবে গণ্য করা হয় ফিল্মফেয়ারকে। চলতি মাসের ২৭ ও ২৮ জানুয়ারি বি-টাউনে অনুষ্ঠিত হয়েছে এই বিশেষ অনুষ্ঠান। ৬৯ তম এই অনুষ্ঠানটি গুজরাতের গান্ধীনগরে আয়োজিত হয়েছে। বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট সেরা অভিনয়ের জন্য পুরষ্কার পেয়েছেন। সেরা ছবির তকমা পেল বিক্রান্ত মেসি ও বিধু বিনোদ চোপড়ার ছবি ‘টুয়েলভথ ফেল’।

সঞ্চালনার দায়িত্বে ছিলেন তারকা পরিচালক ও প্রযোজক কর্ণ জোহর, মণীশ পাল ও অভিনেতা আয়ুষ্মান খুরানা। কারা পেলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, কে হলেন সেরা পরিচালক, কেই বা কাড়লেন সেরা অভিনেত্রীর মুকুট, দেখুন বিজয়ীদের সম্পূর্ণ তালিকা।

সেরা চলচ্চিত্র (জনপ্রিয়) – টুয়েলভথ ফেল

সেরা চলচ্চিত্র (সমালোচক) – জোরাম
সেরা অভিনেতা – রণবীর কাপুর (অ্যানিম্যাল)
সেরা অভিনেত্রী – আলিয়া ভাট (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা পরিচালক – বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা সহ অভিনেতা – ভিকি কৌশল (ডাঙ্কি)
সেরা সহ অভিনেত্রী – শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা মিউজিক অ্যালবাম – অ্যানিম্যাল (বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়াস পুরানিক, জানি,প্রীতম, ভূপিন্দর বাব্বল, অসীম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর, গুরিন্দর সিগাল)

সেরা গীতিকার – অমিতাভ ভট্টাচার্য (তুম কেয়া মিলে- রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা গান – অমিতাভ ভট্টাচার্য (তেরে ভাস্তে-জারা হটকে জারা বাঁচকে)
সেরা প্লেব্যাক গায়ক – ভূপিন্দর বাব্বল (আরজন ভ্যালি-অ্যানিম্যাল)
সেরা প্লেব্যাক গায়িকা – শিল্পা রাও (বেশরম রঙ-পাঠান)
সেরা গল্প – অমিত রাই (ওএমজি ২)
সেরা চিত্রনাট্য – বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা সংলাপ – ঈশিতা মৈত্র (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর – হর্ষবর্ধন রামেশ্বর (অ্যানিম্যাল)
সেরা সিনেমাটোগ্রাফি – অবিনাশ অরুণ ধাওয়ারে (থ্রি অফ আস)
সেরা কস্টিউম ডিজাইন – শচীন লাভলেকার, দিব্য গম্ভীর, নিধি গম্ভীর (স্যাম বাহাদুর)
সেরা সম্পাদনা – জসকুনওয়ার সিং কোহলি- বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা কস্টিউম ডিজাইন – শচীন লাভলেকার, দিব্য গম্ভীর, নিধি গম্ভীর (স্যাম বাহাদুর)
সেরা কোরিওগ্রাফি – গণেশ আচার্য্য (ঝুমকা- রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা ডেবিউ পরিচালক – তরুন দুদেজা (ধক ধক)
সেরা ডেবিউ (পুরুষ) – আদিত্য রাওয়াল (ফরজ)
সেরা ভিএফএক্স – রেড চিলিস ভিএফএক্স (জওয়ান)
সেরা ডেবিউ (মহিলা) – অলিজে অগ্নিহোত্রী (ফ্যারি)
আজীবন সম্মাননা – ডেভিড ধাওয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *