বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

ফেব্রুয়ারির শুরুতে অন্তর্বর্তী বাজেটের পরেই হত লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করা হবে। সেক্ষেত্রে একমাস বা দেড় মাস আর বাকি রয়েছে দিন ঘোষণার। এরমধ্যে প্রার্থী তালিকা নিয়ে প্রস্তুতি তুঙ্গে বিজেপির অভ্যন্তরে। ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের পরে বিজেপি লোকসভা নির্বাচনের জন্য তাদের প্রথম তালিকা প্রকাশ করতে পারে।

সূত্রের খবর অনুযায়ী, বিজেপি প্রথম দফায় প্রায় দেড়শো আসনের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে। এর মধ্যে ২০১৯-এর লোকসভা নির্বাচনে হারানো আসনই অধিকাংশ বলে সূত্রের খবর। অন্যদিকে ২০১৯-এ সঙ্গে থাকলেও, পরবর্তী সময়ে বিজেপির সঙ্গ তথা এনডিএ ছেড়েছে অনেকগুলি রাজনৈতিক দল। এর মধ্যে পঞ্জাব, মহারাষ্ট্র ও বিহার থেকে শিরোমণি অকালি দল, শিবসেনা ও জনতা দল ইউনাইটেড রয়েছে।

২০১৯-এর নির্বাচনে উল্লিখিত তিনটি রাজ্যে যে ৫৬ টি আসনে বিজেপি প্রার্থী দেয়নি, তার মধ্যে রয়েছে পঞ্জাবের তেরোটির মধ্যে তিনটি, মহারাষ্ট্রের ৪৮টির মধ্যে ২৫ টি এবং বিহারের ৪০ টির মধ্যে সতেরোটি আসন। সেই সময় এনডিএ-র সহযোগী হিসেবে থাকা শিরোমণি অকালি হল পঞ্জাবের ১০ টি আসনে, মহারাষ্ট্রে অবিভক্ত শিবসেনা ২৩ টি আসনে এবং বিহারে জেডিইউ ১৭ ও লোক জনশক্তি ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

সূত্রের খবর, বিজেপি এবার তাদের প্রার্থী তালিকায় অন্তত এক তৃতীয়াংশ আসনে বর্তমান সাংসদদের পরিবর্তন করার কথা ভাবছে এবং তা নিয়ে আলোচনা হয়েছে। প্রার্থী নির্বাচন করতে গিয়ে বিজেপির তরফে কিছু মানদণ্ডও রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। তার মধ্যে রয়েছে ৭০ বছরের বেশি বয়স, তিনবারের বেশি সাংসদ এবং লোকসভা কেন্দ্রে জনপ্রিয়তা।
২০১৯-এর নির্বাচনে বিজেপি সারা দেশে পেয়েছিল ৩৭.৭ শতাংশ ভোট। কিন্তু তা যে যথেষ্ট নয়, তা ভাল করেই জানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যে কারণে অমিত শাহকে বলতে হয়েছিল ভোটের হারে অন্তত ১০ শতাংশ বৃদ্ধি নিশ্চিত করতে হবে। যে সব রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেইসব রাজ্যে ৫০ শতাংশ ভোট নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন তিনি।

বিজেপি ইতিমধ্যেই ২০১৯-এর লোকসভা নির্বাচনে হরিয়ানা, রাজস্থান, গুজরাত, গোয়া, দিল্লি, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছে। এছাড়া কর্নাটক, হিমাচল প্রদেশ, দিল্লি বাদ দিয়ে তারা ক্ষমতাও রয়েছে।

বিজেপির টার্গেট হল ২০১৯-এর নির্বাচনে এককভাবে পাওয়া ৩০৩ টি আসনের সীমা ছাড়িয়ে যেতে। এর জন্য তারা ইসবার ৪০০ পার স্লোগানও দিয়েছে। সেক্ষেত্রে ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি কতগুলি আসন পায় এখন সেটাই দেখার। প্রসঙ্গত ২০১৯-এর নির্বাচনে বিজেপি ৫৪৩ টি আসনের মধ্যে ৪৩৬ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে তারা পরাজিত হয় ১৬০ টি আসনে। ৫১ টি আসনে তাদের জমানত বাজেয়াপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *