বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তৃণমূলের বিজয়রথ অব্যাহত। ইস্যু অনেক থাকলেও মানুষ কিন্তু ভরসা রেখেছেন তৃণমূলে। শেষ হয়েছে ১৮ রাউন্ডের ব্যালট গণনা। তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৮৫ হাজার ৪৩টি ভোট। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী পেয়েছেন ৩৭ হাজারের অধিক ভোট। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী পেয়েছেন ২৫ হাজারের অধিক ভোট। ইতিমধ্যে সবুজ আবির খেলা শুরু হয়ে গিয়েছে। জয়ের উল্লাস তৃণমূল প্রার্থী আলিফা আহমেদকে ঘিরে।
কালীগঞ্জে জয় প্রায় নিশ্চিত। ফল ঘোষণার আগেই তাই জয়ের অভিনন্দন জানিয়ে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে এই জয় উৎসর্গ করেন তিনি। বড় ব্যবধানে জয়ী তৃণমূলের আলিফা আহমেদ। বাম কংগ্রেসকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী আশিস ঘোষ। তৃতীয় স্থানে বাম কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ।